Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » উন্নয়নের ধারা বজায় রাখতে আ. লীগের বিজয় চান আবুল হাসানাত আবদুল্লাহ 
Thursday August 10, 2023 , 6:10 pm
Print this E-mail this

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি

উন্নয়নের ধারা বজায় রাখতে আ. লীগের বিজয় চান আবুল হাসানাত আবদুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে ফের আওয়ামী লীগের বিজয় চান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে ক্ষমতায় এসে দেশের প্রতিটি সেক্টরে কাঙ্ক্ষিত উন্নয়ন অগ্রগতি সাধন করা হয়েছে। এই উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। বৃহস্পতিবার (আগস্ট ১০) আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল হাসানাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এ সময় ২০০১ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে অত্যাচার, জুলুম ও নির্যাতন করেছে। হত্যা, লুট, দখল থেকে শুরু করে জমির ফসল, পুকুরের মাছ, গোয়ালের গরু পর্যন্ত তারা জোর করে নিয়ে গেছে। তারা দেশের সম্পদ বিদেশে পাচার করছে। বিএনপি নেতা তারেক রহমান দেশের অর্থ-সম্পদ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি আদালত তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের ৯ বছর ও ৩ বছর সাজা দিয়েছে। আর খালেদা জিয়া তো আগেই সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে তাকে কারাগারের পরিবর্তে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন। তাই বিএনপি জামাত জোটের দুঃশাসনের কথা মাথায় রেখে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট আমরা গড়ে তুলতে আমরা সক্ষম হবো। রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো: লিটন, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব খায়রুল বাশার, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়সহ প্রমুখ নেতৃবৃন্দ।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা