Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার 
Tuesday July 18, 2023 , 8:10 pm
Print this E-mail this

অভিযোগের জবাব চেয়ে সাত দিনের সময় দিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ

বরিশালে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অর্থ আত্মসাতের অভিযোগে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন সরদারকে মঙ্গলবার ইউনিয়ন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। প্রতিপক্ষ শ্রমিক নেতারা ওই অভিযোগ তোলেন। ফলে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বহিষ্কৃত ফরিদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র অনুসারী। তার বিরুদ্ধে অভিযোগ তোলা শ্রমিক নেতারা টার্মিনালের নতুন নিয়ন্ত্রক বাস মালিক গ্রুপের সভাপতি ও মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেনের পক্ষে কাজ করেন। সম্প্রতি সিটি নির্বাচনে সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ মেয়র নির্বাচিত হলে আফতাব হোসেন বাস মালিক গ্রুপের সভাপতি হয়ে পুরো টার্মিনালের নিয়ন্ত্রণ নেন। শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শাহাদত হোসেন লিটন জানান, সাদিকপন্থি শ্রমিক নেতা ফরিদ শ্রমিক কল্যাণ ফান্ড, দূরপাল্লার রুটের সার্ভিস চার্জ, শ্রমিক ইউনিয়নের স্টল ও কাউন্টারের জামানত এবং ভাড়ার টাকা আত্মসাৎ করেছেন। তা ছাড়া বিএমএফ বাসের জামানত ও ভাড়ার টাকা এবং স্বাক্ষর জাল করে ব্যাংক এফডিআরের টাকা আত্মসাৎ ও শ্রমিক কার্ড বিক্রি করেছেন। গত ৫ জুলাই সাধারণ শ্রমিকরা সভা করে ফরিদের প্রতি অনাস্থা জানিয়েছেন। অভিযোগের জবাব চেয়ে সাত দিনের সময় দিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

গতকাল শ্রমিক ইউনিয়নের সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতে তাকে ইউনিয়ন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। লিটন জানান, ফরিদ এক সময় টার্মিনালে ফেরি করে কসমেটিকস পণ্য বিক্রি করতেন। ২০১৬ সালের নির্বাচনে এক নেতার প্রভাব খাঁটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হন। ইউনিয়নের টাকা আত্মসাৎ ও টার্মিনালে চাঁদাবাজি করে তিনি অনেক সম্পদের মালিক হয়েছেন। তবে সব অভিযোগ অস্বীকার করে ফরিদ বলেন, শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি অবৈধ। তাই এই বহিষ্কারাদেশের কোনো বৈধতা নেই। অর্থ আত্মসাতের কোনো প্রমাণ তারা দেখাতে পারবেন না। তার দাবি, তিনি ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠিত কসমেটিকস ব্যবসায়ী। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন হয় ২০১৬ সালের ডিসেম্বরে। তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হয় ২০১৯ সালে। মেয়র সাদিকের একক আধিপত্যের যুগে নির্বাচন ছাড়াই কমিটি বহাল রেখে ফরিদ টার্মিনালের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন। গত ১২ জুন সিটি নির্বাচনে আবুল খায়ের আবদুল্লাহ মেয়র নির্বাচিত হওয়ার পর একক আধিপত্য হারান সাদিক। তার নিয়ন্ত্রিত বাস টার্মিনাল, লঞ্চঘাট, হাট-বাজার একে একে দখল করে নেন খায়েরপন্থিরা।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি