Current Bangladesh Time
সোমবার জুলাই ৭, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কমল ‌’সুড়ঙ্গ’র শো, বাড়ল ‌’প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’র 
Friday July 7, 2023 , 4:02 pm
Print this E-mail this

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমার সর্বাধিক আলোচিত সিনেমা

কমল ‌’সুড়ঙ্গ’র শো, বাড়ল ‌’প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচ সিনেমার সর্বাধিক আলোচিত সিনেমা হচ্ছে ‘প্রিয়তমা’,‘সুড়ঙ্গ’ও ‘প্রহেলিকা’। এর মধ্যে সিঙ্গেল স্কিনে প্রিয়তমা একক দাপট দেখালেও মাল্টিপ্লেক্সে এগিয়ে ছিল ‌’সুড়ঙ্গ’। সিনেমাটি দেখতে দর্শকদের উপচেপড়া ভিড়ও লক্ষণীয়। সিনেমাটির নির্মাতা রায়হান রাফি দাবি করেছেন, মুক্তির প্রথম সাত দিনে সিনেমাটি টানা হাউজফুল গিয়েছে এবং আড়াই কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। অথচ দ্বিতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্সেই শো কমে এল সুড়ঙ্গর। শুক্রবার  নতুন সপ্তাহে ‘সুড়ঙ্গ’র কোনো হলসংখ্যা  বাড়েনি, প্রথম সপ্তাহে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় ১৮টি শো দিয়ে শুরু হয় ছবিটির যাত্রা। তবে এক দিন পরই তা দর্শকচাপে একলাফে ৩৩-এ চলে যায়। ৬ জুলাই পর্যন্ত এভাবেই চলছে। কিন্তু দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে জানা গেলো, আলোচিত ছবিটির চলমান ৬টি শো কমে গেছে! একই দৃশ্য লায়ন সিনেমাসে; আটটি থেকে চারটিতে নেমে এসেছে শো। তবে ব্লকবাস্টার সিনেমাসে একটি শো বেড়েছে সিনেমাটির। অন্যদিকে স্টার সিনেপ্লেক্সে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’র শো বেড়েছে প্রায় দ্বিগুণ! প্রথম সপ্তাহে শাকিব অভিনীত সিনেমাটি সিনেপ্লেক্সের চারটি শাখায় দৈনিক মাত্র আটটি শো পেয়েছিল। শুক্রবার (৭ জুলাই) থেকে তাদের সাতটি শাখায় প্রতিদিন ১৭টি শো প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ঈদের সিনেমা‘প্রহেলিকা’র বেলাতেও একই ঘটনা ঘটল। মাহফুজ আহমেদের ও শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি মাত্র ৮টি হলে মুক্তি পায়। তবে শুক্রবার থেকে ৯টি প্রেক্ষাগৃহে চলবে ‘প্রহেলিকা’। সেই সঙ্গে প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্সে দৈনিক ১৫টি শো প্রদর্শিত হলেও এখন সেটা বেড়ে ২১টিতে দাঁড়িয়েছে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা