|
নাটক, উপন্যাস, জীবনীগ্রন্থ ও মক্তিযুদ্ধের উপর তাঁর ৭৮টি বই প্রকাশিত হয়েছে
নাট্যজন, লেখক ও সাংবাদিক মিন্টু বসু স্মরণে বরিশালে স্মরণসভা
শামীম আহমেদ : বরিশালে নাট্যজন, লেখক, সাংবাদিক ও খেয়ালী গ্রুপ থিয়েটারের প্রাণপুরুষ, বীর মুক্তিযুদ্ধা মিন্টু বসুর প্রথম বার্ষিকী উপলক্ষে এক মিন্টু বসুর স্মৃতিস্তম্ভে পূস্পার্ঘ্য অর্পণ করা সহ স্মরন সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যা ৭ টায় নগরীর রায় রোডস্থ খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি ও বরিশাল বাংলাদেশ বেতার সাংবাদিক নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মিন্টু বসুর উপর স্মৃতিচারণ করেন ইতিহাসবিদ সাবেক সচিব সিরাজ উদ্দীন আহমেদ। স্মরণানুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে স্মৃর্তিচারণ করেন ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাড. এস.এম ইকবাল। এর পূর্বে মিন্টু বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ সহ খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি এ্যাড.নজরুল ইসলাম চুন্নু ও সাধারন সম্পাদক সিরাজুম মুনির টিটু। স্মরণানুষ্ঠান সঞ্চলনা করেন শহীদ আঃ রব সেরনিয়াবাদ বরিশাল প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক দেবাশিষ চক্রবর্তী।
এছাড়া সকালে বরিশাল মহাশশ্মানে মিন্টু বসুর স্মৃতিস্তম্ভে পূস্পার্ঘ্য অপর্ণ করা হয়। মিন্টু বসু রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মূখপাত্র বিপ্লবী বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদকের দায়ীত্ব পালন করেন। এছাড়া মিন্টু বসু জাতীয় দৈনিক আজাদ, দৈনিক দেশ বাংলা এবং বাংলার বানী সহ ইলেক্টনিক্স মিডিা একুশে টিভি’র বরিশাল প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। মিন্টু বসু বরিশাল সাংবাদিক ইউনিয়ন ও বরিশাল প্রেস ক্লাবের বিভিন্ন পদে দায়ীত্ব পালন করেন। মিন্টু বসু লেখক হিসেবে নাটক, উপন্যাস, জীবনীগ্রন্থ ও মক্তিযুদ্ধের উপর তাঁর ৭৮টি বই প্রকাশিত হয়েছে। উল্লেখ্য ২০১৭ সালের ৩ই অক্টোবর জীবনের সকল কাজের ইতি টেনে এ পৃথিবীর মায়া ত্যাগ করেন। মিন্টু বসুর প্রথম মৃত্যু বার্ষিকী ও স্মরণনুষ্ঠানে লেখক, নাট্যজন, শিক্ষক ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Post Views: ০
|
|