প্রচ্ছদ » স্লাইডার নিউজ » সাদিকের নেতৃত্বে বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন
Monday June 19, 2023 , 11:31 pm
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সাদিকের নেতৃত্বে বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বরিশাল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের প্রস্তুতি সভা গতকাল সোমবার (জুন ১৯) সন্ধা ৭ টায় কালীবাড়ি রোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম জাহাঙ্গীর, সভায় ভার্চুয়াল সংযুক্ত থেকে দিক্ নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। এছাড়া আরও উপস্থিত ছিলেন-বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সকল নেতৃবৃন্দসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, সহযোগী ও ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২৩ জুন বরিশাল জেলা ও মহানগর আয়োজনে সূর্যোদয়ের সাথে শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। এরপর ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।