Current Bangladesh Time
মঙ্গলবার মে ১৪, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে রেনুপোনা ও জাল সহ আটক ২৪ 
Tuesday May 23, 2023 , 6:05 pm
Print this E-mail this

গ্রেফতারকৃত’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ

বরিশালে রেনুপোনা ও জাল সহ আটক ২৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে রেনুপোনা,কারেন্ট জাল,জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ সহ চব্বিশ জনকে আটক করা হয়েছে। সোমবার (মে ২৩) সকাল থেকে রাত পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা হয়। বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে ৪,১০,০০০ পিচ রেনু পোনা জব্দ করা হয়। এছাড়া নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ১০,০৩,৫০০ মিটার কারেন্ট জাল, ২৫৯ কেজি জাটকা সহ চার জনকে আটক করা হয়েছে বলে জানা যায়।বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, সোমবার কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়। এসময় ৪,১০,০০০ পিচ রেনু পোনা জব্দ করা হয়েছে। এছাড়া মোট ১০,০৩,৩০০ মিটার কারেন্ট জাল, ২৫৯ কেজি জাটকা ইলিশ সহ চব্বিশ জনকে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে রেনুপোনা গুলো অবমুক্ত করা হয় এবং অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়। জাটকা ও অন্যান মাছগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরণ করা হয় বলে জানান তিনি। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে। বরিশাল নৌ-পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে।




Archives
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন
Image
এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক
Image
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
Image
অবৈধ আগ্নেয়াস্ত্রসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটক