Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৪, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তায় তহবিল’ কর্মসূচি অনুষ্ঠিত 
Wednesday August 23, 2017 , 5:46 pm
Print this E-mail this

হেলথ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য, জেবুন্নেছা আফরোজ

বরিশালে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তায় তহবিল’ কর্মসূচি অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তায় তহবিল’ কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প’২০১৭ উদ্বোধন করা হয়।জেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল অফিসের আয়োজনে হেলথ ক্যাম্পের উদ্বোধন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হলে এই হেলথ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য, জেবুন্নেছা আফরোজ।বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য, জেবুন্নেছা আফরোজ বলেন, আমাদের সমাজে এক সময়ে বাল্যবিবাহ ছিল একটা অভিশাপ।আমাদের দেশের মেয়েদের বিয়ের বয়সের আগেই তারা মা হচ্ছেন, আমরা দেশে এখনও পুরোপুরি শতভাগ বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি নাই। এখনও নদী ভাঙন এলাকা ও চরাঞ্চলের কিছু এলাকায় বাল্যবিবাহ এখনও হচ্ছে বা দেখা যাচ্ছে।কিন্তু সকলের প্রচেষ্ঠায় হয়ত তাও একদিন থাকবে না।তিনি আরও বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু’র স্বপ্ন ছিল, একটি সোনার বাংলা দেশের মানুষকে উপহার দেয়া।আমাদের সেই সোনার বাংলা গড়তে হলে চাই সোনার টুকরো ছেলে।সোনার ছেলে গড়তে হলে মায়েদের প্রধান ভূমিকা পালন করার পাশাপাশি পারিবারিক মূল্যবোধ সচেতন করার জন্য পরিবারের সকল সদস্যকে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।এসময় আরোও বক্তব্য রাখেন, বরিশাল সিটি কর্পোশেনের নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ডা: তৈয়বুর রহমান, বিসিসি প্যানেল মেয়র আলহাজ্ব কেএম শহিদুল্লাহ, বরিশাল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাসিদা বেগম, সমাজ সেবিকা এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম।পরে প্রধান অতিথি সংসদ সদস্য, জেবুন্নেছা আফরোজ মায়েদের হাতে ফ্রি ওষুধ দিয়ে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন।বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ডের এক হাজার পাঁচ শত গর্ভবতী মাসহ দুই বছরের শিশুদের ফ্রি চিকিৎসাসহ ওষুধ প্রদান করা হয়।




Archives
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
Image
যাবজ্জীবন বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দিতে চায় সরকার
Image
পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলওয়ের প্ল্যান : সাখাওয়াত হোসেন
Image
টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
Image
বরিশালে সাংবাদিক আরিফিন তুষারের দাফন সম্পন্ন