Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মানববন্ধন 
Monday May 8, 2023 , 8:39 pm
Print this E-mail this

আগামী এক মাসের মধ্যে কোন পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচি

পিরোজপুরের কাউখালীতে নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব আমরাজুরি ও মাগুরা গ্রামবাসী সহ সর্বস্তরের জনসাধারণের আয়োজনে, আমরাজুরী ফেরিঘাট, আমরাজুরী বাজার সহ বিভিন্ন স্থাপনা সন্ধ্যা নদীর ভাঙ্গনের ফলে কাউখালী-শেখেরহাট ঝালকাঠি সড়কের রাস্তা সন্ধ্যা নদী গর্ভে বিলীন হওয়ায় বাইপাস সড়কটি উন্নয়নের নামে অনুপযোগী করে ফেলা রাখার প্রতিবাদে নদী ভাঙ্গন এলাকায় সোমবার (মে ৮) সকল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রায় এক কিলোমিটার লম্বা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী, পথচারী,এলাকাবাসী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-আমরাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, আমরাজুরী বাজার কমিটির সভাপতি কায়েশ হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান তালুকদার, ব্যবসায়ী নেতা কাউসার জামিল দ্বীপ, ফেরি ঘাট জামে মসজিদের ইমাম গাজী আনোয়ার হোসেন, শিক্ষার্থী মাইয়াজ ইসলাম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। বাজার কমিটির সভাপতি কায়েস হাওলাদার জানান, নদী ভাঙ্গনে গত এক বছরে প্রায় অর্ধশতাধিক দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, গত এক মাসে পাঁচবার দোকান স্থানান্তর করা হয়েছে। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, আগামী এক মাসের মধ্যে কোন পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও নদী ভাঙ্গন রোধ করতে পারছি না। আমরা স্থায়ীভাবে কিছু করার উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করছি।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস