Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশাল থেকে লঞ্চে ঢাকা যাওয়ার পথে কলেজছাত্র নিখোঁজ 
Saturday April 29, 2023 , 11:09 pm
Print this E-mail this

আবরার করীম ত্বাসিন সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র

বরিশাল থেকে লঞ্চে ঢাকা যাওয়ার পথে কলেজছাত্র নিখোঁজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল থেকে ঢাকার উদ্দেশে লঞ্চে রওনা হয়ে নিখোঁজ হয়েছে আবরার করীম ত্বাসিন (২১) নামে এক কলেজ ছাত্র। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বরিশাল-ঢাকা রুটের এমভি সুন্দরবন-১৬ লঞ্চে রওনা হয়ে নিখোঁজ হয় বলে জানান তার পরিবার। এ ঘটনায় তার বাবা শুক্রবার (এপ্রিল ২৯)  বরিশাল মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। আবরার করীম ত্বাসিনবরিশাল নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সদর রোডের বাসিন্দা সাইফুল করিম ফেরদৌসের ছেলে। ত্বাসিন সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র। তার মামা আনোয়ার হোসেন বিপু  বলেন, তাবলিগ জামাতের আমীর ও নগরের নিউ সার্কুলার রোডের বাসিন্দা মো. আনিস নিজের জিম্মায় ত্বাসিনসহ ১০ জনকে নিয়ে বৃহস্পতিবার লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়। রাত ১০টার দিকে ত্বাসিনের বাবা কল দিয়ে তাকে পায়নি। পরে তাকে আমীর জানিয়েছেন ত্বাসিনকে পাওয়া যাচ্ছে না। ত্বাসিন নিখোঁজ। বিপু বলেন, আমীর তার জিম্মায় ত্বাসিনকে তাবলিগ জামাতে নিয়ে গেলেও কিভাবে নিখোঁজ হয়েছে, সেই বিষয়ে কিছু জানেন না। যা রহস্যজনক। কোতয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই মো: শহীদুল ইসলাম জানান, নিজে স্ব-ইচ্ছায় চিল্লায় (তাবলিগের ভাষায় ৪১ দিনের সফর) যাওয়ার উদ্দেশে সুন্দরবন ১৬ লঞ্চে রওনা হয়। লঞ্চের ভিডিও ফুটেজ দেখা হয়েছে। ফুটেজে দেখা গেছে, রাত দুইটা ৫৫ মিনিট পর্যন্ত লঞ্চে ঘোরাঘুরি করেছে ত্বাসিন। তখন লঞ্চটি যখন মুন্সিগঞ্জ এলাকায় ছিল। এরপর থেকে তাকে দেখা যায়নি। এসআই আরো বলেন, ত্বাসিন তার সঙ্গে যাওয়া অন্যদের কাছে নিজের ব্যাগ ও মোবাইল সেট দিয়ে গেছে। প্রকৃত ঘটনা কি এখনো জানি না। তদন্ত চলছে। তাবলিগ জামাতের আমির মো: আনিসের ব্যবহৃত – ০১৭৩১১৯৯৬১১-নম্বরে একাধিকবার কল করা হয়। কিন্তু তার সাড়া পাওয়া যায়নি।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু