প্রচ্ছদ » স্লাইডার নিউজ » জাতীয় পরিসংখ্যান দিবসে পিরোজপুরের কাউখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা
Monday February 27, 2023 , 5:19 pm
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন
জাতীয় পরিসংখ্যান দিবসে পিরোজপুরের কাউখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সোমবার (ফেব্রুয়ারি ২৭) দুপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন-স্লোগানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পরিসংখ্যান অফিসের পলাশ কুমার রায় সহ আরো অনেকেই।