Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে “রূপসী বাংলা মেলা” শুরু 
Friday February 24, 2023 , 8:12 pm
Print this E-mail this

কবি জীবনানন্দ দাশের জন্মজয়ন্তী উপলক্ষে

ঝালকাঠিতে “রূপসী বাংলা মেলা” শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে পক্ষকালব্যাপী রূপসী বাংলা মেলা। কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। মেলায় ক্রকারিজ, গার্মেন্টস, কসমেটিক্স, জুতা-সেন্ডেল ও ফাস্টফুডসহ বিভিন্ন পণ্যের ১০০টি স্টল বসেছে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগর দোলা, ড্রাগন ট্রেন ও ডিজিটাল নৌকাসহ বিভিন্ন রাইডসের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার প্রথম দিনেই ব্যাপক দর্শনার্থী ভীড় পড়ে। এ মেলা থেকে ২ কোটি টাকার বেচা-বিক্রর আশা করছেন আয়োজকরা। উদ্বোধনের পর মেলা চত্তরে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু। এ সময় অন্যান্যর মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক। ঝালকাঠি জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ৯ থেকে শুরু হয়ে এ মেলা চলবে রাত ১০ পর্যন্ত।




Archives
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
Image
যাবজ্জীবন বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দিতে চায় সরকার
Image
পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলওয়ের প্ল্যান : সাখাওয়াত হোসেন
Image
টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
Image
১৭ বিয়ে, বরিশালে বন কর্মকর্তার অফিসের সামনে স্ত্রী’দের মানববন্ধন!