Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩১, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভোররাতে ফিল্মি স্টাইলে ছিনতাই 
Saturday September 8, 2018 , 8:25 pm
Print this E-mail this

ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ

বরিশালে ভোররাতে ফিল্মি স্টাইলে ছিনতাই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ভোর রাতে ফিল্মি স্টাইলে স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে নগরীর বিএম কলেজের মসজিদ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসন্তী সরকার (২৭) নামে এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ছিনতাইয়ের ঘটনায় বিকালে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাসন্তী সরকারের স্বামী অমল সরকার। তিনি জানান, ভোরে তার অসুস্থ স্ত্রী বাসন্তী সরকারকে নিয়ে তিনি বরিশাল লঞ্চঘাট থেকে নথুল্লাবাদের উদ্দেশ্যে রিকশায় যাচ্ছিলেন। বিএম কলেজ মসজিদ গেটের পশ্চিম পাশে এসে পৌঁছানো মাত্রই সাদা প্রাইভেটকার যোগে আসা ৩/৪ জন লোক তাদের পথ রোধ করে। এ সময় তার স্ত্রী বাসন্তী সরকারের হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি তারা ছিনিয়ে নিয়ে যায়। পরে বাসন্তী সরকারকে রাস্তায় ফেলে ওই প্রাইভেটকারটি নথুল্লাবাদের দিকে চলে যায়। অমূল্য সরকার আরও জানান, স্ত্রীকে আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গিয়ে আরও দুইটি ছিনতাইয়ের ঘটনা শোনা গেছে। এর মধ্যে একটি বান্দ রোডে ও অপরটি কাউনিয়া এলাকার। ওই ছিনতাই কর্মকাণ্ডের সঙ্গেও সাদা প্রাইভেটকার ছিল বলে হাসপাতালে ভর্তি আহতরা জানান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোশাররফ হোসেন জানান, বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হবে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ।




Archives
Image
কুমিল্লায় বিএনপি-এনসিপি সংঘর্ষ
Image
বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার
Image
বরিশালে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় হাজির মা-বাবা
Image
বরিশাল শেবাচিমের অব্যবস্থাপনা ও ভোগান্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
Image
বরিশালে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ