Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’-স্লোগানে বরিশালে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন 
Saturday November 19, 2022 , 2:29 pm
Print this E-mail this

‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’-স্লোগানে বরিশালে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’-স্লোগানে বরিশালে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (নভেম্বর ১৯) সকালে জেলা প্রশাসনের আয়োজন বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: সাইফুল ইসলাম, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আমাদের নতুন নতুন উদ্ভাবনীর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫০টি স্টল অংশ নেয়।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস