Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইউএনও-এসিল্যান্ডসহ ১৬৫টি সিলমোহরসহ আটক ২ 
Saturday November 12, 2022 , 10:14 am
Print this E-mail this

আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

ইউএনও-এসিল্যান্ডসহ ১৬৫টি সিলমোহরসহ আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নীলফামারীর ডিমলায় সরকারি বিভিন্ন দফতর প্রধানের ১৬৫টি সিলমোহরসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট এলাকার কছির উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম (৫২) ও উত্তর তিতপাড়া গ্রামে নছিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ভুট্টু (৫০)। পুলিশ জানায়, সরদারহাট এলাকায় মাজেদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে ১৬৫টি সিলমোহর ও জাল দলিল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রফিকুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা করেছেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনারসহ (ভুমি) ক্যাডার অফিসার, প্রথম শ্রেণির বিভিন্ন দফতর প্রধানের সিলমোহর পাওয়া যায়। এসব সিলমোহর প্রতারণার কাজে ব্যবহার করা হতো। শুক্রবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস