Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সবকিছু সামাজিকভাবে হয়েছে, সময়মতো বলব : বুবলী 
Tuesday September 27, 2022 , 9:08 pm
Print this E-mail this

শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনও অস্বীকার করেন

সবকিছু সামাজিকভাবে হয়েছে, সময়মতো বলব : বুবলী


মুক্তখবর বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে নানা সময়ে নানারকম গুঞ্জন ছড়িয়েছে। এর মধ্যে অন্যতম হলো— ‘মা’ হচ্ছেন এই নায়িকা। যদিও তা বরাবরই অস্বীকার করেছেন তিনি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বুবলী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। ‘বেবি বাম্পে’র এসব ছবিকে কেন্দ্র করে জোরালো হয় বুবলীর পুরোনো গুঞ্জন। এরপর বুবলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি। অবশেষে ‘চাদর’ সিনেমার শুটিং সেটে উপস্থিত সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে মুখ খুলেন এই নায়িকা। এসময় বুবলীকে বেশ বিমর্ষ দেখায়। ছবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে…। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টি সেনসিটিভ, কয়েকদিনের মধ্যে আপনাদের সবকিছু জানাবো।’ বুবলী তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। ছবিতে মাতৃত্বের আভাস স্পষ্ট। বুবলী ক্যাপশনে লিখেছেন: ‘মি উইথ মাই লাইফ।’ যার বাংলা তর্জমা আমার জীবনের সঙ্গে আমি। নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন: ‘থ্রোব্যাক আমেরিকা।’ ছবিটি কবেকার সে বিষয়ে পোস্টে কোনো ধারণা দেননি বুবলী। তবে ধারণা করা হচ্ছে ছবিগুলো আগের। কারণ বুবলী বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং করছেন। সেখানে তাকে স্বাভাবিক দেখা গিয়েছে। এ ছাড়া ‘থ্রোব্যাক আমেরিকা’ শব্দ দুটির কারণে ধারণা করা হচ্ছে, ২০২০ সালে বুবলী যখন আমেরিকা ছিলেন ছবি দুটি সেই সময়ের। বুবলীর মা হওয়ার গুঞ্জন প্রথম ওঠে ২০২০ সালে। ওই সময় ‘বীর’ সিনেমার শুটিং চলছিল। শুটিং শেষ করেই বুবলী আমেরিকা চলে যান। করোনা মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি আমেরিকা ছিলেন। গুঞ্জন আছে, আমেরিকায় সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। যদিও দেশে ফিরে এগুলোকে স্রেফ ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। এ সময় শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনও অস্বীকার করেন।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
ভোরের চেতনা বরিশাল অফিস উদ্বোধন