|
আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন র্যাব-৮’র একটি টিম
বরিশালে ৬ বাস কাউন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে ছয়টি বাস কাউন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে চরকাউয়া বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। মঙ্গলবার (সেপ্টেম্বর ৬) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সূত্রে জানা গেছে, নথুল্লাবাদের বাস টার্মিনালের কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে ভাড়ার মূল্য তালিকা না থাকা ও তেলের দাম কমার পরও আগের ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করায় ইলিশ পরিবহন, হাওলাদার পরিবহন, গ্রীন লাইন পরিবহন, সাকুরা পরিবহন, শ্যামলী পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, সকল পরিবহন কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে। অভিযানে বিআরটিএর ইন্সপেক্টর ইকবাল মাহামুদ প্রসিকিউশন প্রদান করেন। এছাড়াও আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন র্যাব-৮’র একটি টিম।
Post Views: ০
|
|