Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিরাপত্তা ঝুঁকিতে বরিশালের নব নির্বাচিত মেয়র-সাদিক! 
Thursday August 16, 2018 , 5:49 pm
Print this E-mail this

৭৫’র অপশক্তির তৎপরতার জন্য তাকে সচরাচর বের হওয়ার বিষয়ে একটি নির্দেশনা

নিরাপত্তা ঝুঁকিতে বরিশালের নব নির্বাচিত মেয়র-সাদিক!


মোঃ আর.এ.শুভ : বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র জীবন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। যেকারণে তিনি বাসা থেকে কম বের হচ্ছেন। ৭৫’র অপশক্তির তৎপরতার জন্য তাকে সচরাচর বের হওয়ার বিষয়ে একটি নির্দেশনাও দেয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবে শোক দিবসের এক আলোচনা সভায় এমন তথ্য প্রকাশ করেছেন মেয়র সাদিক আবদুল্লাহ। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নব নির্বাচিত মেয়র খুনিদের টার্গেটে থাকতে পারেন বিধায় তার প্রতি ‘এক্সট্রা কেয়ার’ নেয়া হচ্ছে। প্রেসকাবের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, জীবন বাঁচানোর জন্য তাদের সব সময় পালিয়ে বেড়াতে হয়েছে। কোন সময় কোথায় থাকবেন তা জানা ছিল না। তাই তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও যেটুকু লেখাপড়া করতে পেরেছেন, সেটাই অনেক। কেননা জীবনের ঝুঁকিতে ঢাকা, বরিশাল, চট্টগ্রামসহ নানা স্থানে থাকতে হয়েছে। ৭৫’র অপশক্তি এখনও তৎপর। যেকারণে ইদানিং ঘর থেকে বের হন খুব কম। যেহেতু এমন একটি নির্দেশনা রয়েছে তার উপর। তাছাড়া এখন তার কিছু হলে তা প্রধানমন্ত্রীর উপরই হয়েছে বলে মনে করা হবে। জানতে চাইলে ওই সভায় উপস্থিত বরিশাল মহানগর আ’লীগের সভাপতি ও সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থীর মুখপাত্র অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ৭৫’র অপশক্তি এখনও সক্রিয়। মেয়র সাদিক বঙ্গবন্ধু পরিবারেরই সদস্য। যেকারণে ওই অপশক্তি তার দিকে চোখ ফেলতেই পারে। তারা যে কোনো ধরনের অঘটন ঘটাতে পারে। যেকারণে দল মনে করে মেয়র হিসেবে সাদিককে সাবধানতা ও নিরাপত্তা নিয়েই চলতে হবে। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ওসি মো: নুরুল ইসলাম বলেন, নবনির্বাচিত মেয়র নানা রাজনৈতিক কার্যক্রমে জড়িত। তাই ৭৫’র এর খুনিদের তার উপর টার্গেট থাকতেই পারে। এজন্য তার প্রতি আমরা এক্সট্রা কেয়ার নিচ্ছি। মেয়রের বাসায় পুলিশি নিরাপত্তা রয়েছে। ওনার নিরাপত্তার জন্য পুলিশও সতর্ক রয়েছে।




Archives
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা