Current Bangladesh Time
বুধবার মে ১৫, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ 
Tuesday August 16, 2022 , 4:10 pm
Print this E-mail this

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে আর্মি রেটে রেশনিং ব্যবস্থা

বরিশালে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার,গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ করা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালু করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা কমিটি। মঙ্গলবার (আগস্ট ১৬) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বরিশাল বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা: মনিষা চক্রবর্তী, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্টলীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এ্যাড. একে আজাদ, উপাধাক্ষ হারুন অর রসিদ ও জাফর আহমেদ তালুকদার প্রমুখ। বরিশাল এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা এসময় বলেন, অবৈধ সরকারে উন্নয়নের গার্ডার ভেঙ্গে এখন মানুষ মারা যাচ্ছে। তারা দিনের ভোট রাতে করার মত রাতেই তেলের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে লুঠপাট করা টাকার ঘাটতি পূরণ করার চেষ্টা করছে। সরকার এখন আর আগের মত উন্নয়নের কথা বলে না। অবিলম্বে জ্বালানী তেল সহ দ্রব্যমূল্যের কমিয়ে এনে সাধারণ মানুষকে বাঁচার সুযোগ করে দেওয়ার আহবান জানান।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন
Image
এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক
Image
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত