Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রতারণা মামলার পলাতক আসামি গ্রেপ্তার 
Thursday August 4, 2022 , 6:48 pm
Print this E-mail this

পটুয়াখালীর এসডিএফ নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন

বরিশালে প্রতারণা মামলার পলাতক আসামি গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার উজিরপুরে প্রতারণা মামলার পলাতক আসামি এনজিও কর্মকর্তা জাহিদ হোসেন সুরমাকে (৩৭) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি পটুয়াখালী জেলাধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন। বুধবার (আগস্ট ৩) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগালী মার্কেট সংলগ্ন এলাকা থেকে প্রতারক জাহিদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো: আবুল বাশারের (৬০) ছেলে। পুলিশ জানিয়েছে, জাহিদ হোসেন সুরমা পটুয়াখালী জেলাধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নামক একটি এনজিওতে চাকুরি করেন। তার বিরুদ্ধে পটুয়াখালীতে দায়ের হওয়া প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় দীর্ঘ এক মাস ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাহিদকে নিজ বাড়ি সংলগ্ন চেরাগালী মার্কেট থেকে গ্রেপ্তার করেন সংশ্লিষ্ট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো: এমদাদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো: এমদাদুল ইসলাম জানান, প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় জাহিদ হোসেন সুরমাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস