Current Bangladesh Time
মঙ্গলবার মে ২১, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের মুলাদীতে ৬ জনকে কোপানোর মামলার প্রধান আসামী আটক 
Thursday July 28, 2022 , 8:31 pm
Print this E-mail this

এছাড়াও রয়েছে আলমগীর ও তার সহযোগীদের নামে বিভিন্ন অপকর্মের অভিযোগ

বরিশালের মুলাদীতে ৬ জনকে কোপানোর মামলার প্রধান আসামী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মুলাদী কাজিরচর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করেন আলমগীর বাহিনী। ঘটনার পরদিন (জুলাই ১৬) মুলাদী থানায় আলমগীরকে ১নং আসামী করে ৮ জনার নামে একটি মামলা দায়ের করা হয়। কিছু দিন পালিয়ে থাকার পর আলমগীরের ৪ সহযোগী ও তার ২ মেয়ে আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদেরকে জামিন দেয়। এবং আলমগীর ও তার ছেলে হোসেন পালিয়ে বেড়ান। পরে বুধবার (জুলাই ২৭) আলমগীর ও তার ছেলে হোসেন জামিনের আবেদন করলে, আলমগীর ঘরামীকে জেল হাজতে প্রেরণ করেন। এবং তার ছেলেকে কারণবশত জামিন দেয় বিজ্ঞ আদালত। প্রসঙ্গত আলমগীর প্রবাসী মনির বেপারী ফাঁকা বাড়ি ভাংচুর ও গাছ পালা কেটে দখলে যাবার চেষ্টা। প্রবাসী জসিম মোল্লার জমিতে ভাড়াটে গুন্ডা এনে জোরপূর্বক ঘর নির্মাণ ও গাছ পালা কেটে দখলে যাওয়া। মন্টু হাংয়ের জমি ভাড়াটে লোকজন এনে জোরপূর্বক দখলের চেষ্টা করায় বাঁধা দিলে মন্টুসহ ৬ জনকে কুপিয়ে জখম। আলতাফ বিশ্বাসের সাথে জমি ও ফসলি জমি নিয়ে বিরোধ। বর্তমানে আদালতে এই প্রসঙ্গিক মামলা চলমান রয়েছে। আলমগীর ঘরামীর সহযোগী হিসেবে রয়েছেন, জব্বার, আব্বাস, জাহাঙ্গীর, ইউসুফ ঘরামী, আইয়ুব খা, এনায়েত খান, ইব্রাহিম ঘরামী, হোসেন ঘরামী ও সজীব ঘরামী। অভিযোগ রয়েছে, আলমগীর ঘরামীর নিজের পাওয়ার টিলার ছাড়া অন্য কোন পাওয়ার টিলার দিয়ে চরকমিশনার গ্রামে জমি কৃষি চাষ করা যাবে না। এছাড়াও রয়েছে আলমগীর ও তার সহযোগীদের নামে বিভিন্ন অপকর্মের অভিযোগ।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি