Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের মেহেন্দিগঞ্জে ভয়াভহ অগ্নিকান্ড, ৭ দোকান পুড়ে ছাই 
Thursday July 28, 2022 , 2:12 pm
Print this E-mail this

এসময় তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন

বরিশালের মেহেন্দিগঞ্জে ভয়াভহ অগ্নিকান্ড, ৭ দোকান পুড়ে ছাই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী পাতারহাট বন্দরের রাজলক্ষ্মী সিনেমা হলের সম্মুখে ভয়াভহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, বুধবার রাত আনুমানিক ৪ টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত্র ঘটে। পরে আগুন সেখান থেকে আশপাশের আরও ৭-৮টি দোকানে ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রানপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে সেখানে থাকা (১) হারুন অর-রশিদের হালিমের দোকান, (২) শুক্কুর শীলের সেলুন, (৩) জনা শীলের সেলুন, (৪) রোকন মিয়ার কসমেটিক্স ও কনফেকশনারী, (৫) আক্তার মোল্লার খাবার হোটেল, (৬) নিজাম খানের মুদি দোকান ও (৭) রশিদ খানের চায়ের দোকান সম্পূর্ন মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা আরো জানান, আকস্মিকভাবে অগ্নিকান্ডের ঘটনা মূহুর্তেই ভয়াভহতায় রূপ নেয়। কিছুক্ষনের মধ্যেই দোকানগুলো পুড়ে ধ্বংস্তপে পরিণত হয়ে যায়। আগুন লাগার সংবাদ ছড়িয়ে পড়লে পাতারহাট বন্দরের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারী প্রমুখ। এসময় তারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস