মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রী (২১) কে ধর্ষণের অভিযোগে মো: হাবিবুর রহামান (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত হাবিবুর রহমান উপজেলার বিড়ালজুরী গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে ও উপজেলা সদরের দক্ষিণ বাজারের হাবিব টেলিকম নামের একটি মোবাইল দোকানের মলিক। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে বুধবার (জুলাই ২০) বিকালে মোবাইল দোকানে মালিক হাবিবুর রহমানের নামে থানায় একটি মামলা দায়ের করেন। দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত ছয় বছর ধরে ওই যুবকের সাথে প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক চলে আসছিল। এ সময় ওই যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের হোটেল মোটেলে নিয়ে ধর্ষণ করে। সম্প্রতি তাকে বিয়ের চাপ দিলে সে টালবাহানা শুরু করে। এতে ওই গৃহবধু উপায়ন্ত না পেয়ে গত ১৫ জুলাই সন্ধ্যায় কাউখালী বাজারে তার দোকানে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। এ সময় যুবক হাবিব দোকানে না থাকায় স্থানীয়রা তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ী পাঠিয়ে দেন। পরে গৃহবধূ উপায়ান্তর না পেয়ে থানায় মামলা দায়ের করেন। এ ব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানান, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ আইনে মামলা এবং আসামীকেও গ্রেফতার করা হয়েছে।