Current Bangladesh Time
শুক্রবার মে ১০, ২০২৪ ৪:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজেটিভ 
Friday July 15, 2022 , 6:10 pm
Print this E-mail this

মেডিকেলের করোনা ওয়ার্ডে আগের দিনের চেয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বৃদ্ধি

বরিশালে ৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজেটিভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) আরটি পিসিআর ল্যাবে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার ৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজেটিভ হয়। শনাক্তের হার ২৮.৮১ ভাগ। এর আগে গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ২৫.৫৩ ভাগ। এদিকে মেডিকেলের করোনা ওয়ার্ডে আগের দিনের চেয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে। গত বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৭ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ১ জন রোগী হাসপাতাল ত্যাগ করেন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ২ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়। শুক্রবার সকালে করোনা ওয়াডে চিকিৎসাধীন ছিল ৯ জন রোগী। ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৬শ’ ৯৭ জন রোগী ভর্তি হয়। চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি যায় ৬ হাজার ২শ’ ১৩ জন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১ হাজার ৪শ’ ৭৬ জনের। হাসপাতালের পরিচালক কার্যালয়ের শুক্রবারের পরিসংখ্যান থেকে এই তথ্য জানানো হয়েছে।




Archives
Image
সোহেল চৌধুরী হত্যা মামলা : আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন
Image
এবার পুলিশের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা বুবলী
Image
রাজধানীতে মিলল ‘পুনর্জন্ম’র প্রযোজক রুহানের ঝুলন্ত মরদেহ
Image
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ
Image
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন