Current Bangladesh Time
সোমবার জুলাই ৭, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের গৌরনদী’র টুকরো খবর 
Sunday August 12, 2018 , 8:11 pm
Print this E-mail this

রাজ মিস্ত্রীর বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, বিএনপি নেতার বাবার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বরিশালের গৌরনদী’র টুকরো খবর


রাজ মিস্ত্রীর বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা রাজ মিস্ত্রি নুরু ঘরামী (২৬) বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। সে ওই গ্রামের মোস্তফা ঘরামীর পুত্র। পারিবারিক সুত্রে জানাগেছে, নুরু ঘরামী অন্যান্য দিনের ন্যায় রবিবার সকাল ৯টার দিকে ঢাকার ডেমরা নিমানার্ধীন একটি ভবনের দ্বিতীয় তলায় রাজ মিস্ত্রির কাজ করছিল। ভবনের উপর দিয়ে বিদ্যুৎতের মেইন লাইনে পৃষ্ট হয়। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নুরু ঘরামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মৃত্যু বরন করেন। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।

গৌরনদীতে বিএনপি নেতার বাবার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো, সেলিম আহম্মেদের বাবা কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার কবির উদ্দিন আহম্মেদ (৭৪) বার্ধ্যকজনিত কারণে রবিবার দুপুর দেড়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহির..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে তিন মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। ওই দিন আছর বাদ মরহুমের নামাযে জানাজা শেষে কমলাপুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কার্যনিবাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুছুর রহমান, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবি পরিষদের যুগ্ম সম্পাদক ্অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়র আব্দুস সোবহান, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সাবেক সভাপতি ও পৌর মেয়র নুর আলম হাওলাদার, গৌরনদী রিপোটার্স ইউনিটির প্রধান উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা