|
বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্ধোধন করেন, প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালে দিন ব্যাপী কর্মসূচি পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, একটাই লক্ষ, হতে হবে দক্ষ”-স্লোগানে কারিগরি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ নিয়ে বরিশাল বিভাগীয় আঞ্চলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে এক র্যালি, সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (জুন ১৬) বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ও সহযোগীতায় দিনব্যাপি এ কর্মসূচি পালিত হয়েছে। বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দুই হাজারের শিক্ষার্থী ও অতিথি, কর্মকর্তা সহ কর্মচারীদের উপস্থিতিতে এক বর্ণ্যাঢ্য র্যালির উদ্ধোধন করেন প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন-কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো: ইসরাইল হোসেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মো: রুহুল আমিন সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ। র্যালিটি বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থান ঘুরে আলেকান্দা পলিটেকনিক ইনস্টিটিউট এসে শেষ হয়। পরে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে ছিলেন, প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন-বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন, মেট্টোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম, বরিশাল বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো: ইসরাইল হোসেন। এছাড়াও সন্ধায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জসীম উদ্দীন হায়দারের উপস্থিতিতে ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Post Views: ০
|
|