Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বানারীপাড়ায় স্কুল ছাত্রীকে উত্যাক্ত, বখাটের ৬ মাসের কারাদন্ড 
Tuesday July 24, 2018 , 1:21 pm
Print this E-mail this

মাধ্যমিক বিদ্যালয়ে পূর্বের নিয়োগবিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার জন্য প্রধান মন্ত্রীর কাছে দাবী

বরিশালের বানারীপাড়ায় স্কুল ছাত্রীকে উত্যাক্ত, বখাটের ৬ মাসের কারাদন্ড


স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় বখাটের ৬ মাসের কারাদন্ড

বরিশালের বানারীপাড়ায় স্কুল ছাত্রীকে উত্যাক্ত করার সময় এক যুবককে আটক করে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল ১০টায় উপজেলার কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বানারীপাড়া-বরিশাল সড়কে ভ্রাম্যমান আদালত এ সাজা দেন। স্থানীয় বাচ্চু হাওলাদার জানান, ওই দিন নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৫) নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছা মাত্র বরিশাল কাউনিয়া এলাকার মৃতঃ বাবুল ফরাজির মাদকাশক্ত ছেলে বাহাউদ্দিন রাব্বি (২০) নামের এক যুবক তাকে উত্যাক্ত করে। এ সময় স্কুল ছাত্রী ডাক-চিৎকার দিলে স্থাণীয় বাবুল হাওলাদারসহ অন্যরা তাকে উদ্ধার ও ওই যুবককে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সেখানে ছুটে যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম’র ভ্রাম্যমান আদলত ভিকটিম ও স্থানীয়দের স্বাক্ষপ্রমাণের ভিত্তিতে আটক যুবক বাহাউদ্দিন রাব্বির বিরুদ্ধে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। পরে রাব্বিকে থানা পুলিশ’র মাধ্যমে ওই দিনই জেল হাজতে পাঠানো হয় বলে ইউএনও জানান।

বানারীপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ে পূর্বের নিয়োগবিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার জন্য প্রধান মন্ত্রীর কাছে দাবী

বরিশালের বানারীপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্বের নিয়োগবিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার জন্য প্রধান মন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন। সোমবার উপজেলার জেষ্ঠ শিক্ষকরা স্থানীয় সংবাদকর্মীদের লেখুনীর মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবী জানান। এতে বলা হয়েছে, বর্তমান নিয়োগবিধি অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার ক্ষেত্রে শিক্ষাকতা যোগ্যতার পাশাপশি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক/নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে। ফলে ওই অভিজ্ঞতা না থাকায় শত শত মেধাবী জেষ্ঠ সহকারী শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের ওই পদে আবেদন করতে পারছেন না। এ কারণে উপজেলার জেষ্ঠ্য শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের ওই আইন বাতিল করে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পূর্বের নিয়োগবিধি বাস্তবায়ন করার দাবী জানিয়েছেন। এ বিষয়ে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী সিসিয়র সহকারী শিক্ষক মো.শহিদুল ইসলাম মহিম বলেন, তিনি পূর্বের নিয়োগবিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারলেও নতুন নিয়োগ বিধিতে ওই পদে আবেদন করতে পারছেন না। এর আগে তার বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদন করা থাকলেও নতুন আইন হওয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সে পদে পরীক্ষা নেননি। ফলে তার পদ পাওয়া না পওয়ার বিষয়টি ঝুলে রয়েছে বলেও তিনি জানান।

  • মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া, বরিশাল

 




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল