Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশাল শেবাচিম’র আরটিপিসিআর মেশিন সচলের নির্দেশ 
Tuesday December 21, 2021 , 8:32 pm
Print this E-mail this

মেশিন সরবরাহকারী সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

বরিশাল শেবাচিম’র আরটিপিসিআর মেশিন সচলের নির্দেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবের মেশিন সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া মোবাইল ফোনে সিএমএসডি‘র (কেন্দ্রীয় ঔষধাগারের) পরিচালক মোখলেছুর রহমান সরকারকে এ নির্দেশ দেন। সোমবার (ডিসেম্বর ২০) বরিশাল বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে বরিশালের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়কালে সচিব এ নির্দেশ দেন। চলতি মাসের ৮ তারিখ মেশিনটি লো-ভোল্টেজের কারণে অকেজো হয়ে পড়লে ল্যাব সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করলেও গত ১৩ দিনেও তা চালু হয়নি। এতে সেখানে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বন্ধ হয়ে যায়। বিষয়টি মেডিকেল কলেজের অধ্যক্ষ বরিশালে আসা সচিব লোকমান হোসেন মিয়াকে জানালে তিনি সিএমএসডি’র পরিচালকের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মেশিনটি সচল করতে হবে। মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে মেশিনটি এভাবে বিকল হয়ে পড়ার বিষয়টিও তিনি খতিয়ে দেখতে বলেন। পাশাপাশি মেশিন সরবরাহকারী সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, শেবাচিম হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে বরিশালের স্বাস্থ্য বিভাগের উন্নয়নের বিষয়ে বিভিন্ন দিক নির্দশনামূলক আলোচনা করেন। তিন দিনের অফিসিয়াল সফরে সোমবার বিকেলে বরিশালে আসেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। এ সময়ের মধ্যে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে একাধিক মতবিনিময় সভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। বরিশাল বিভাগের অন্যতম শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটিপিআর ল্যাবের দুই মেশিন থাকলেও আনুসাঙ্গিক সরঞ্জামের অভাবে একটি চালু করা হয়নি। তবে সচল মেশিনটি দিয়ে গড়ে প্রতিদিন করোনাভাইরাস শনাক্তে ১৮৮টি নমুনা পরীক্ষা করানো সম্ভব হলেও গত ৮ ডিসেম্বর রাত থেকে ওই সচল মেশিনটি বিকল হয়ে পরে। শেবাচিমের পিসিআর ল্যাবের প্রধান ডা: একেএম আকবর কবির জানান, পিসিআর মেশিনের সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিস মার্কেটিং কোম্পানিকে তাৎক্ষণিক বিষয়টি অবহিত করা হয়।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা