Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ৪:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর দুই সাংবাদিক পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড 
Monday November 22, 2021 , 10:56 pm
Print this E-mail this

আয়োজন করা হয় গুনীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের

পটুয়াখালীর দুই সাংবাদিক পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ’র যৌথ উদ্যোগে সামাজিক কার্যক্রম, সাংবাদিকতায় ও করোনা প্রতিরোধে বিশেষ  অবদানের জন্য  পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক জালাল আহমেদকে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ দিয়েছেন। আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। এ উপলক্ষে ১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৫.৩০ মিঃ ঢাকা শহরের বিজয়নগর হোটেলে ৭১ (থ্রি স্টার বল রুমে) শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ’র প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব বিটিআরসির চেয়ারম্যান ও শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ’র সভাপতিত্বে ও মহাসচিব মো: আর কে রিপনের সঞ্চালনায় আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।  প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শহীদুর রশীদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, পিআইবির সাবেক মহাপরিচালক বাংলা ভিশনের হেড অব নিউজ ড. আব্দুল হাই সিদ্দিক, লালন কন্যা ফরিদা পারভীন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল খায়ের, দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী, মনোহরদী সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফারুক, বাড্ডা গার্লস হাই স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো: আবদুল্লাহ আল মামুন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মুজিবুর রহমান হাওলাদার, বরগুনা জেলা সমিতির সাধারন সম্পাদক এ্যাড. সিদ্দিকুর রহমান, শেরে বাংলা গবেষনা পরিষদের উপদেষ্টা মো: মোশাররফ হোসেন, নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার হোসেন, শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সধারণ সম্পাদ অনল কুমার দে, নারায়নগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান, নেত্রকোনা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামসুন্নাহার বিউটি৷ শেরে বাংলা পথকলি স্কুলের সহ-সভাপতি নারী উদ্যোক্তা নিপা রজ্জাক সহ শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২১ প্রাপ্ত সাংবাদিক, সমাজকর্মী, বিশিস্ট ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক জালাল আহমেদকে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম ও  অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়