Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ২:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতীয় উপহারের অ্যাম্বুলেন্স পেল বরিশাল শেবাচিম হাসপাতাল 
Saturday November 20, 2021 , 5:22 pm
Print this E-mail this

জরুরি রোগীর কল না থাকলে সাধারণ রোগীরাও এ অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগ পাবেন

ভারতীয় উপহারের অ্যাম্বুলেন্স পেল বরিশাল শেবাচিম হাসপাতাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রোগী বহনে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি সংযোজিত অ্যাম্বুলেন্স পেয়েছে দক্ষিণাঞ্চলের বৃহত্তম চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল। হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া ১০৯টি ভারতীয় অ্যাম্বুলেন্সের একটি শেবাচিম হাসপাতালে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করতে ইতোমধ্যে সেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সটি পুরোপুরি সার্ভিস দেওয়া শুরু করলে সঙ্কটাপন্ন রোগীদের লাইফ সাপোর্টে তারাই সার্বিক সহায়তা দিতে সক্ষম হবে। এজন্য প্রতিদিন প্রত্যেকে ৮ ঘণ্টা করে অ্যাম্বুলেন্সে দায়িত্ব পালন করবেন। তবে জরুরি রোগীর কল না থাকলে সাধারণ রোগীরাও এ অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগ পাবেন। আর রোগী বহনে কিলেমিটার অনুযায়ী টাকা গুণতে হবে। তবে প্রতি কিলোমিটার কত টাকা তা এখনও নির্ধারণ করা হয়নি। হাসপাতালের পরিচালক ডা: এইচএম সাইফুল ইসলাম বলেন, গত মাসের শেষের দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অ্যাম্বুলেন্সটি হাসপাতালে রোগীদের বহনে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে একজন রোগীর লাইফ সাপোর্টে যা যা প্রয়োজন সবকিছুই রয়েছে। লাইফ সাপোর্ট দেওয়ার জন্য দক্ষ জনবল তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সটি ব্যবহারে কিলোমিটার অনুযায়ী কতো টাকা করে দিতে হবে বিষয়টি জানার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পর ভাড়া জানানো হবে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরে ২৬ ও ২৭ মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ আসেন। ওই সময় তিনি স্বাস্থ্যসেবার উন্নয়ন, আর চলমান করোনা পরিস্থিতি যৌথভাবে মোকাবিলার জন্য বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন। এরপর পাঁচ চালানে ১০৯টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছায়।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস