Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু 
Sunday November 14, 2021 , 4:40 pm
Print this E-mail this

পুরুষ কনস্টেবল নিয়োগ ৪১ জন এবং নারী নিয়োগ করা হবে ৭ জন

বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। উৎসবমুখর এবং স্বচ্ছ-সুন্দর পরিবেশে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি আবেদনকারীরা। ৫টি স্তরে যাচাই-বাছাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশ কর্মকর্তারা। বরিশাল জেলায় কনস্টেবলের ৪৮টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করে ২ হাজারের অধিক চাকুরী প্রত্যাশী। এর মধ্যে পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে ৪১ জন এবং নারী নিয়োগ করা হবে ৭ জন। রবিবার (নভেম্বর ১৪) সকাল ৬ টার পর থেকেই বরিশাল জেলা পুলিশ লাইনে ভিড় করেন আবেদনকারীরা। তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ান। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পুলিশ কর্মকর্তারা জানান, রবিবার নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিন প্রার্থীদের শারীরিক পরিমাপ ও যোগ্যতা এবং যাবতীয় কাগজপত্র যাচাই করা হয়। এছাড়া প্রথম দিন প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হয়। এতে উত্তীর্ণদের দ্বিতীয় দিন সোমবার দৌড়, পুশআপ এবং লং ও হাইজাম্প করানো হবে। বরিশাল জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন জানান, মাত্র ১০০ টাকার ব্যাংক ড্রাফট খরচ করে এবং শারীরিক ও একাডেমিক যোগ্যতার ভিত্তিতে কয়েকটি স্তরে উত্তীর্ন যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।পুলিশ সদর দপ্তর, রেঞ্জ পুলিশ এবং জেলা পুলিশ সমন্বিতভাবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। এখানে দুর্নীতির কোন সুযোগ নেই বলে দাবি করেন তিনি।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস