Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শিল্পোদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের সাফল্য 
Monday November 8, 2021 , 11:54 am
Print this E-mail this

স্বাবলম্ভী করে তুলতে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

বরিশালে শিল্পোদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের সাফল্য


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনায় কর্মহীন হয়ে পরা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাভাবিক জীবন-জীবিকায় ফিরিয়ে আনতে ব্যাপক সাফল্য অর্জন করেছে বরিশাল বিসিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুবক-যুবতীদের প্রশিক্ষণ ও আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিরলসভাবে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বরিশাল বিসিক ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে ৭৬৪ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। পাশাপাশি তাদের স্বাবলম্ভী করে তুলতে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের বেকার ও কর্মহীন যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিসিকের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে আসছেন। ইতোমধ্যে আগ্রহী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সূত্রমতে, গত ২০১৯-২০ অর্থবছরে ১৩১ জন যুবক-যুবতীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যারমধ্যে কম্পিউটার অফিস প্যাকেজ ও ইন্টারনেট ব্রাউজিং প্রশিক্ষণ নিয়েছেন ৪১ জন, গ্রাফিক্স ডিজাইন ২০ জন, ফুড প্রসেসিং ৩০ জন এবং কার্টি ও সেলাই প্রশিক্ষণ নিয়েছেন ৪০ জন। একইভাবে ২০২০-২১ অর্থবছরে কম্পিউটার অফিস প্যাকেজ ও ইন্টারনেট ব্রাউজিং প্রশিক্ষণ নিয়েছেন ৪৫ জন, গ্রাফিক্স ডিজাইন ৪৩ জন, ফুড প্রসেসিং ৮৪ জন এবং কার্টি ও সেলাই প্রশিক্ষণ নিয়েছেন ৮০ জন। এছাড়াও শিল্পোদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গত দুই অর্থবছরে ৩৮১ জন নারী-পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে ছয়টি ব্যাচে ১৮৮ জন এবং ২০২০-২১ অর্থবছরে ১৯৩ জন নারী-পুরুষকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিসিক থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে ইতোমধ্যে উদ্যোক্তা হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন অনেকেই। ক্ষুদ্র উদ্যোক্তা ইব্রাহিম মাসুম বলেন, করোনায় তিনি বেকার হয়ে হতাশায় ভুগছিলেন। পরবর্তীতে বরিশাল বিসিক থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে বর্তমানে তিনি ইউনিক কুটির শিল্প নামের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান চালু করেছেন। ইতোমধ্যে এ কাজে তিনি অনেকটা সাড়া পেয়েছেন। তবে তার মতো এ ধরনের ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাদের শহজ শর্তে ঋণ দেওয়ার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস