Current Bangladesh Time
সোমবার মে ১৩, ২০২৪ ৩:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এক ঘণ্টার জন্য বরিশাল রেঞ্জ ডিআইজি হিসেবে ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেন আফসানা 
Wednesday October 20, 2021 , 4:21 pm
Print this E-mail this

‘প্রতীকী দায়িত্ব’ নিয়েই আফসানা মেয়েদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরেন

এক ঘণ্টার জন্য বরিশাল রেঞ্জ ডিআইজি হিসেবে ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেন আফসানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বুধবার (অক্টোবর ২০) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান তার কার্যালয়ে আফসানা (একাদশ শ্রেণির ছাত্রী) এক ঘণ্টার জন্য প্রতীকী ডিআইজি হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন। ‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর আয়োজনে ব্যতিক্রমী এই উদ্যোগে বুধবার (অক্টোবর ২০) সকালে ডিআইজি, বরিশাল রেঞ্জ কার্যালয়ে আফসানা ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেন।
মূলত ‘গার্লস টেকওভার’ ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের উচ্চ পর্যায়ের বিভিন্ন পদে ‘প্রতীকী দায়িত্ব’ পালনের মাধ্যমে মেয়েদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরার আবহ সৃষ্টি করা হচ্ছে। ‘আমাদের প্রজন্ম, প্রযুক্তির প্রজন্ম’-এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় এই ‘প্রতীকী দায়িত্ব’। ডিআইজি’র দায়িত্ব গ্রহণের পর আফসানা কিশোরী ও নারীর প্রতি সহিংসতা, বৈষম্য এবং ধর্ষণ মুক্ত বরিশাল বিভাগ তৈরি, সুস্থ বিনোদনের বাইরে গিয়ে ইন্টারনেট ভিত্তিক অসুস্থ ও বিকৃত মানসিকতার বিনোদনে আসক্ত হয়ে পড়া, বিকৃত মানসিকতার বিভিন্ন ধরনের লেখা বা ছবি পোস্ট করা সহ কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশমালা তুলে ধরেন। পরে এসব সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দেন উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান। আফসানা ডিআইজি’র দায়িত্ব পালনের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বরিশাল রেন্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতা, অভিভাবক ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বরিশাল বিভাগের কর্মকর্তাবৃন্দ।




Archives
Image
আসামিকে না পেয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা!
Image
প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ
Image
বরিশাল নগরীতে প্রতারণা মামলায় স্বামী-স্ত্রী আটক
Image
হাওর ভরাট করে আর সড়ক হবে না : শেখ হাসিনা
Image
সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের টাকা দিয়েছেন শামসুজ্জামান : ডিবিপ্রধান