Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ২:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই হিন্দু পরিবারের দ্বন্ধে দূর্গা প্রতিমা ভাংচুরের অভিযোগ! 
Tuesday October 5, 2021 , 12:35 pm
Print this E-mail this

জমি নিয়ে বিরোধের জেরে মারিমারির এক পর্যায়ে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে

বরিশালে দুই হিন্দু পরিবারের দ্বন্ধে দূর্গা প্রতিমা ভাংচুরের অভিযোগ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে দুই হিন্দু পরিবারের নিজেদের অন্তদন্ধে ভেঙ্গে ফেলা হলো দূর্গা প্রতিমার মাথা। এসময় মারামারিতে গুরুতর আহত হয়েছে দুইজন। গতকাল সোমবার (৪ অক্টোবর) সন্ধায় এই ঘটনা ঘটেছে। ঘটনা স্থানে পরিদর্শণ করেন বরিশাল কোতয়ালী মডেল থানার এডিসি, ওসি নুরুল ইসলামসহ স্থানীয় কাউন্সিলর, বরিশাল মহানগর পূজা কমিটির সভাপতি সম্পাদকসহ অনান্য নেতাকর্মিরা।প্রত্যাক্ষদর্শীরা জানান, বরিশাল নগরীর সোনালী আইসক্রীমের মোড় এলাকার মরন দাসের কাঠের গোলা দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বিপুল দাসের ভাই ও তার ভাগ্নী জামাই রতন কর্মকারের সাথে জমিজমার দ্বন্ধ দীর্ঘ বছর ধরে লেগেই রয়েছে। এরই মধ্যে তাদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন দূর্গা পুজার প্রতিমা তৈরির কাজ চলছে। সোমবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কওে প্রদীপ দাসের ছেলে তরুন দাস ও রতন কর্মকারের সাথে মারধরের সৃস্টি হয়। এ সময় রতনের মাথা ফেটে যায় এবং তরুনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। উভয় পক্ষের মারামারির এক পর্যায়ে কে বা কারা দু‘ঘরের মাঝে থাকা দূর্গা মন্দিরে তৈরি প্রতিমার মাথা ও হাতের আঙ্গুল ভেঙ্গে ফেলে। যদিও ওই সময় প্রতিমা তৈরির কারিগর হৃদয় উপস্থিত ছিলেন না। তবে থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সামনে রতন কর্মকার তরুন দাসের উপর দায় চাপায়, আর তরুন দাস দায় চাপায় রতনের ছেলে জয় কর্মকারের উপর। কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম স্থানীয় হিন্দু সম্পদায়ের নেকাকর্মীদের মধ্যে পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি করে দেন এবং তদন্ত সাপেক্ষে দুই দিনের মধ্যে প্রতিমা ভাংচুরের প্রকৃত দোষী ব্যাক্তি চিহ্নিত করে থানায় রির্পোট দেয়ার জন্য নির্দেশ করেন। অপর দিকে মহানগর পুজা কমিটির সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাস বাপ্পি, জেলা কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, মহানগরের সদস্য সঞ্জিব সিংহ, ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক গনেশ দত্ত, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান জামাল হুসাইনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোন রকম সমস্যা যাতে না হয়, সে লক্ষে রাতেই ওসি নুরুল ইসলামের একক প্রচেস্টায় পাল হৃদয়কে দিকে পুলিশ পাহারায় পিরোজপুরের স্বরুপকাঠি থেকে নতুন একটি প্রতিমার মাথা এনে ভাঙ্গা মাথার স্থানে পুন: স্থাপন করান। পুজা কমিটির সভাপতি তমাল মালাকার বলেন, ঘটনাটি হিন্দু ধর্মের দুটি পরিবারের মধ্যেই ঘটেছে। দুই পক্ষের জমি নিয়ে বিরোধের জেরে মারিমারির এক পর্যায়ে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। তবে প্রশাসনের জোড়ালো হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়েছে।




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার