Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মা ইলিশ রক্ষার্থে বরিশাল কীর্তনখোলা নদীতে অভিযান 
Monday October 4, 2021 , 1:18 pm
Print this E-mail this

২২ দিনের জন্য নদ-নদী এবং সাগরে সব ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা

মা ইলিশ রক্ষার্থে বরিশাল কীর্তনখোলা নদীতে অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার (অক্টোবর ৪) বেলা ১২টার দিকে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট থেকে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। বরিশাল জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন সহ নৌ পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা এই অভিযানে সহায়তা করেন।

অভিযান পরিচালনার সময় বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ইলিশের প্রজনন নিরাপদ করতে গত অক্টোবর ৩ দিবাগত মধ্য রাত থেকে ২২ দিনের জন্য নদ-নদী এবং সাগরে সব ধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বরিশাল অঞ্চলে ইলিশের প্রজনন ক্ষেত্র বেশি। এ কারণে বরিশালের নদ-নদীর দিকে বাড়তি নজর দেয়া হয়েছে। নিষেধাজ্ঞাকালীন যাতে কেউ নদ-নদীতে মাছ শিকার করতে না পারে সে লক্ষ্যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ যৌথ অভিযান শুরু করেছে। কেউ আইন ভঙ্গ করলে তাদের জেলা জরিমানার বিধান রয়েছে। এর আগে গত রবিবার গভীর রাতে সন্ধ্যা নদীতে মাছ শিকারের দায়ে আটক ৭ জন জেলেকে জেল-জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু