Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আতংক নিয়েই মসজিদে নামাজ পড়েন মুসল্লিরা 
Sunday September 5, 2021 , 12:40 pm
Print this E-mail this

ভাঙ্গন রোধ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নেই কোন তদবীর

বরিশালে আতংক নিয়েই মসজিদে নামাজ পড়েন মুসল্লিরা


রাসেল কবির, অতিথি প্রতিবেদক :  বরিশালের ভাষানচর লঞ্চঘাট সংলগ্ন চৌধুরী বাড়ি জামে সমজিদ নিয়ে মুসুল্লীরা আতংকে রয়েছে। কখন জানি নদী গর্ভে বিলিন হয়ে যাবে ধর্ম প্রান মুসুল্লীদের নামাজ আদায় করার স্থানটি। ভাষানচর লঞ্চ ঘাটের একাধিক মুসুল্লীগনেরা বলেন, আল্লাহর অশেষ রহমত আছে এই মসজিদটি র্দীঘ বছর যাবৎ নদীর পাড়ে আছে নদী হতে দূরত্ব ১০০ গজ হতে পারে। কয়েক বছর পূর্বে বালুর বস্তা নদীতে ফেলানো হয়েছে পাশাপাশি নদী ভাঙ্গন ঠেকানোর জন্য বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের কারণে কিছুটা ভাঙ্গন রোধ হলেও আতংক কাটেনী মুসুল্লীগনদের। এই মসজিদে অসংখ মুসুল্লীদের নামাজ আদায়ের সমগম ঘটে। লঞ্চ ঘাটে প্রায় ২০ টি দোকান এবং অটো বাইক ও মটর বাইকের ষ্ট্রান। এছাড়া রয়েছে ভাষানচর ইউনিয়ন পরিষদ অনেকেই নামাজ আদায় করছে চৌধুরী বাড়ি জামে মসজিদে। বিশেষ করে ঢাকা গামী নৌ-যান লঞ্চ বিকাল ৫ ঘটিকায় ছেড়ে যাওয়ার পূর্বে আছরের নামাজ আদায় করে লঞ্চের যাএী ও ষ্টাফরা। নদীর পাশ কোন রকম বাঁধ দিয়ে রাখা হলেও ভাঁধ নড়বড়ে করে তুফানের আঘাতে। যে কোন সময় বাঁধ ভেঙ্গে অথবা ছুঁটে গেলে কয়েক মিনিটের মধ্যে নদী গর্ভে চৌধুরী বাড়ি জামে সমজিদ, ইউপি পরিষদ সহ ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ রয়েছে ভাষানচর ইউনিয়নের রাজনৈতিক নেতবৃন্দ ও জনপ্রতিনিধি বৃন্দরা আমলে নিচ্ছে না। নদী ভাঙ্গনের ফলে বিষয়টি গুরুত্বপূর্ন সহকারে বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করে ভাঙ্গন রোধ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের তদবীর করছে না বলে জানায়।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু