Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রিকশায় ঢলে পড়ে মারা যাওয়া চালকের পরিবারকে এসপির আর্থিক সহায়তা 
Thursday September 2, 2021 , 10:08 am
Print this E-mail this

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সব সময় অসহায়দের পাশে থাকার চেষ্টা করে আসছেন জেলা পুলিশ সুপার

রিকশায় ঢলে পড়ে মারা যাওয়া চালকের পরিবারকে এসপির আর্থিক সহায়তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে রিকশায় ঢলে পড়ে মারা যাওয়া চালক মোকছেদ আলীর (৪০) পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পুলিশ সুপারের পক্ষে আর্থিক সহায়তা দেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় রিকশায় অজ্ঞান হয়ে নিচে পড়ে যান মোকছেদ আলী। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোকছেদ আলী ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের কাউনিয়া আব্বাস ডাক্তার মোড় এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, গত মঙ্গলবার সকালে মোকছেদ মিয়া প্রতিদিনের মতো জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের অষ্টধার ইউনিয়ন থেকে শহরে রিকশা চালাতে আসেন। এরপর সকাল থেকেই তিনি ভাড়ায় যাত্রী নিয়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে যাচ্ছিলেন। এমতাবস্থায় বিকেলের দিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় এসে রিকশা থেকে অজ্ঞান হয়ে পড়ে যান মোকছেদ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সব সময় অসহায়দের পাশে থাকার চেষ্টা করে আসছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। এরই অংশ হিসেবে তিনি মৃত মোকছেদ আলীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস