Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলার প্রতিবাদ : বরিশালে বাসদ’র বিক্ষোভ সমাবেশ 
Sunday August 1, 2021 , 8:31 pm
Print this E-mail this

শ্রমিকদের করোনা টিকা সুনিশ্চিত না করেই শিল্প মালিকদের কথায় কারখানা খুলে দেয়ার সমালোচনা

শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলার প্রতিবাদ : বরিশালে বাসদ’র বিক্ষোভ সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গণপরিবহন বন্ধ রেখে কারখানা খোলার ঘোষণা দিয়ে শ্রমিকদের নিরাপত্তাহানী, হয়রানী ও দুর্ভোগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের জেলা শাখার উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা: মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা মানিক হাওলাদার, আবু তাহের, ছাত্র ফ্রন্ট নেতা বিধান সিকদার ও সুজন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, সরকার শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করেই লকডাউনের মধ্যে কলকারখানা খুলে দিয়েছে। এতে করোনা সংক্রামণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তারা। বক্তারা শ্রমিকদের করোনা টিকা সুনিশ্চিত না করেই শিল্প মালিকদের কথায় কারখানা খুলে দেয়ার সমালোচনা করেন। আগামীতে শিল্প শ্রমিকদের নিরাপত্তার জন্য শিল্প প্রতিষ্ঠান থেকে পরিবহন ব্যবস্থা চালু করার দাবি জানানের হয় বাসদের সমাবেশে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস