Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৪:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে গোড়ালিতে অস্ত্রোপচার, ১২ ঘণ্টা পর নারীর মৃত্যু 
Wednesday July 14, 2021 , 9:40 pm
Print this E-mail this

রোগীর চিকিৎসায় কোনো ত্রুটি বা গাফিলতি ছিল না, রোগী হার্ট অ্যাটাক করে মারা গেছে-হাসপাতাল পরিচালক

বরিশালে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে গোড়ালিতে অস্ত্রোপচার, ১২ ঘণ্টা পর নারীর মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোসা. রোজী আক্তার (৪০) নামে পায়ের গোড়ালি ভাঙা এক রোগী। হাসপাতালের চিকিৎসকরা তার অপারেশন করার কথা বলেন। পরিবার রাজি হলে করা হয় অপারেশন। এর ১২ ঘণ্টার মধ্যে মারা যান ওই রোগী। তার পরিবার অভিযোগ করছে, হাসপাতালে ভুল চিকিৎসায় রোজী আক্তারের মৃত্যু হয়েছে। অপরদিকে, চিকিৎসকরা দাবি করছেন অপারেশন সফলভাবে সম্পন্ন হলেও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) রোগীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নগরীর বান্দ রোডে অবস্থিত রাহাত আনোয়ার হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাটি ঘটে। মৃত্যুর শিকার রোগী রোজী আক্তার জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার মৃত আব্দুল আজিজ মাস্টারের স্ত্রী। রোজী আক্তারের স্বজন রাশিদা বেগম জানান, গত বৃহস্পতিবার (জুলাই ৮) বাড়িতে কাজ করতে গিয়ে পড়ে পা ও হাত ভেঙে যায় রোজী আক্তারের। প্রথমে তাকে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ডাক্তার দেখানো হয়। পরে সোমবার (জুলাই ১২) রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসক ডা: ফজলে রাব্বির তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। এ সময় চিকিৎসক ডা: ফজলে রাব্বি রোগীর স্বজনদের জানান, রোজী আক্তারের পায়ের গোড়ালির অপারেশন করাতে পারবেন। হাতেরটা হবে না। রাশিদা বেগম আরও জানান, ডাক্তারের কথায় গোড়ালির অপারেশন করাতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। রাত সাড়ে ১১টায় অপারেশন শেষ হয়। জ্ঞান ফেরার পর থেকেই রোজী সমস্ত শরীরে ব্যথা অনুভব করেন বলে জানান। রাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একজন নার্স এসে তার শরীরে একটি রোলাক ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পরেই শ্বাসকষ্ট শুরু হয় রোগীর। বুধবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। রোজী আক্তারের চাচাতো ভাই জালাল আহমেদ বলেন, অপারেশন থিয়েটারে নেওয়ার আগে রোগী আমাদের সঙ্গে কথা বলেছেন, সুস্থ ছিলেন। অপারেশনের পর তিনি মারা যান। ভুল চিকিৎসায় তার বোনের মৃত্যু হয়েছে দাবি করেন তিনি। তদন্তপূর্বক অপচিকিৎসার বিচার কামনা করে তিনি জানান, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা থানায় লিখিত অভিযোগ দেব। হাসপাতাল থেকে রোজীর লাশ নিতে ছাড়পত্র দেওয়া হলে সেখানে আসে তার পরিবারের সদস্যরা। তাদের মধ্যে রোজীর মেয়েও ছিল। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, লাশ নেওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স আনা হয়েছিল তাতে বসেছিল রোজীর মেয়ে। মাকে হারিয়ে মেয়েকে আর্তনাদ করে কাঁদতে দেখা গেছে। এদিকে, রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসক ফজলে রাব্বি বলেন, ‘সফলভাবে অস্ত্রোপচারের পরও রোগী সুস্থ ছিলেন। তার সঙ্গে অপারেশন টেবিলে এবং পরবর্তীতে কয়েকবার কথাও বলেছি। তবে আজ সকালে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। অপারেশন ভুল হলে তিনি অপারেশন টেবিলেই মারা যেতে পারতেন।’ চিকিৎসার কোনো ত্রুটি হয়নি বলে দাবি এ চিকিৎসকের। রাহাত আনোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোসা. শারমিন আনোয়ার বলেন, ‘রোগীর চিকিৎসায় কোনো ত্রুটি বা গাফিলতি ছিল না। রোগী হার্ট অ্যাটাক করে মারা গেছে বলে জানিয়েছে আমাদের চিকিৎসকরা। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।’




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস