Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন শিক্ষক ! 
Tuesday April 10, 2018 , 9:43 pm
Print this E-mail this

১৯ লাখ টাকার সাথে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ৩ ভরি রূপার অলঙ্কারসহ আসবাবপত্র নিয়ে উধাও

বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন শিক্ষক !


মুক্তখবর ডেস্ক রিপোর্ট :  বরিশাল শহরের পলাশপুরের দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা হয়েছেন। সেই সাথে নিয়ে গেছেন প্রবাসীর সারা জীবনের সঞ্চয় ১৯ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের বারান্দায় যাওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষকের প্রবাসীর স্ত্রীকে বাগিয়ে নেওয়ার ঘটনাটি পলাশপুরে মুখরোচক খবর হয়েছে। পাশাপাশি শিক্ষক কিভাবে অপরের স্ত্রী বাগালেন এমন একটি প্রশ্ন সচেতন মহলে দেখা দিয়েছে। তাছাড়া ৩ বছরের শিশু সন্তানকে রেখে প্রবাসীর স্ত্রীও প্রেমের সাগরে ডুব দিলেন তা নিয়েও শোরগোল চলছে। স্থানীয় সূত্রের খবর হচ্ছে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামের সাথে প্রবাসীর স্ত্রীর পরকিয়া সম্পর্ক ছিল। স্বামী ফারুক বিদেশে অবস্থানকালে এই হৃদয় ঘটিত সম্পর্ক গড়ে ওঠে, যে বিষয়টি স্বামী বিগত সময়ে আচ করতে পারেনি। অভিযোগে জানা আরও জানাগেছে, ২০১৩ সালে বরগুনার গোলঘাটা কড়াইতলা এলাকার মোচন আলী খানের ছেলে ফারুক সৌদি থেকে ফিরে বরিশাল শহরের ভাটিখানা এলাকার রাজমিস্ত্রী ইউসুফের মেয়ে মেহেরা আক্তারকে বিয়ে করেন। ওই সময় ভাটিখানা এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন ফারুক। পরে ৬ মাসের অন্ত:স্বত্ত্বা স্ত্রীকে রেখে বিদেশে চলে যান। এরপর তাদের সংসারে একটি সন্তান আসে। ওই সময় ২০১৬ সালে প্রবাসী ফারুক বরিশালে এসেছিলেন। কিন্তু সেইবার চলে যাওয়ার পরপরই দলিল উদ্দিন স্কুলের প্রাক্তন ছাত্রী মেহেরার সাথে শিক্ষকের প্রেমলীলা শুরু হয়। একপর্যায়ে ৩ সন্তানের জনক স্কুল শিক্ষক রফিকুলের সাথে তাদের সম্পর্ক আরও জোড়ালোভাবে রূপ নেয়। ওই সময় প্রবাসীর পাঠানো স্ত্রীর ব্যাংক একাউন্টের ১৯ লাখ টাকা কৌশলে উঠিয়ে নেওয়া হয়। প্রবাসী ফারুক জানান, ১৯ লাখ টাকার সাথে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ৩ ভরি রূপার অলঙ্কারসহ আসবাবপত্র নিয়ে পালিয়ে যায় তার স্ত্রী। এখন ৩ সন্তানের জনক রফিকুলের সাথে ভাটিখানা কালাখার বাড়ির সাবেক পেশকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া বাসায় বসবাস করছেন। শিক্ষকের এই কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ায় এলাকায় সমালোচনার এখন ঝড় উঠেছে। তাছাড়া এই শিক্ষকের বিরুদ্ধে বিগত সময়ে এই বিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে শিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রবাসীর সাথে তার স্ত্রীর ১১ মাস আগে বিচ্ছেদ হয়েছে। পরে সকল আইনকানুন মেনে তিনি বিবাহে আবদ্ধ হয়েছে। ফলে এটা দোষের কিছু নয় বলে তিনি মনে করছেন ।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল