Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৬:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এক নারীকে শ্লীলতাহানির চেস্টা, বিএমপি’র দূরদর্শিতায় আসামী গ্রেফতার 
Thursday July 8, 2021 , 10:12 pm
Print this E-mail this

শাকিলার সাথে অশালীন কথা ও কুপ্রস্তাব ও স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা

এক নারীকে শ্লীলতাহানির চেস্টা, বিএমপি’র দূরদর্শিতায় আসামী গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নাম: গোলাপি (ছদ্মনাম), বয়স: ২২, গত ৭ জুলাই সকাল ১০:৩০-এ বরিশালে চিকিৎসাধীন শ্বাশুড়ির জন্য টাকা নিয়ে বাবুগঞ্জ কলেজগেট থেকে বরিশালের উদ্দেশ্যে মাহেন্দ্রতে উঠেন। পথিমধ্যে বাঁশগাড়ি তালতলায় মাহিন্দ্রটি আসলে চালক আলামিন গাড়ি থামিয়ে প্রশ্রাবের কথা বলে নেমে যায়, অতঃপর বর্ষায় গাড়ির পর্দা আটকানোর কথা বলে গাড়ির ভেতরে প্রবেশ করে এবং শাকিলার সাথে অশালীন কথা ও কুপ্রস্তাব ও স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করে। গোলাপি বাধা দিলে ও সাহায্যের জন্য চিৎকার করলে আসামীর হাতে থাকা পুরাতন ও ময়লা কাপড় দিয়ে মুখ চেপে শ্লীলতাহানি চেষ্টার একপর্যায়ে ভুক্তভোগী সজোরে ধাক্কা দিয়ে আসামীকে ফেলে দিলে ও রাস্তায় নেমে চিৎকার করলে আসামী দ্রুত মাহিন্দ্র নিয়ে পালিয়ে যায়।ভুক্তভোগী গোলাপির অভিযোগের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট এলাকায় কর্তব্যরত এএসআই কামাল উদ্দিন সহ সঙ্গীয় অফিসারবৃন্দ নিরলস প্রচেষ্টা ও সুকৌশলে ঘটনার দিন বিকেল ৪টায় এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া সড়কস্থ ঝরঝরিয়া তলা বাজার থেকে এয়ারপোর্ট থানাধীন কাশীপুর ইউনিয়নের বিহঙ্গলের আব্দুল কালাম ও তাসলিমা বেগমের ছেলে আলামিন (২২) কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসায় আসামী ঘটনার সত্যতা স্বীকার করেছে। ধৃত আসামীকে যথাযথ নিয়মে আদালতে সোপর্দ করা হয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস