Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চেকপোস্টে করোনা রোগী, ম্যাজিস্ট্রেট নিজেই রোগীর জন্য আনালেন অক্সিমিটার 
Friday July 2, 2021 , 11:45 pm
Print this E-mail this

করোনা আক্রান্ত ওই রোগীর নাম মেহেদি হাসান, তিনি রূপালী ব‌্যাংকের সাগরদি ব্রাঞ্চের কর্মকর্তা

চেকপোস্টে করোনা রোগী, ম্যাজিস্ট্রেট নিজেই রোগীর জন্য আনালেন অক্সিমিটার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিজের জন্য অক্সিমিটার কিনতে বের হয়েছেন এক করোনা রোগী। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থামানো হয় চেকপোস্টে। বাড়ির বাইরে বের হওয়ার কারণ জেনে এগিয়ে এলেন নির্বাহী ম‌্যাজিস্ট্রেট। নিজের গাড়ি পাঠিয়ে ওই রোগীর জন্য আনালেন অক্সিমিটার। বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় শুক্রবার বিকেলে ঘটেছে ঘটনাটি। করোনা আক্রান্ত ওই রোগীর নাম মেহেদি হাসান। তিনি রূপালী ব‌্যাংকের সাগরদি ব্রাঞ্চের কর্মকর্তা এবং নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা। নগরীর ওই চেকপোস্টে তখন উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম‌্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান। নির্বাহী ম‌্যাজিস্ট্রেট মুশফিকুর জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় স্ত্রী ও সন্তানকে বাড়ি পাঠিয়ে দেন ব্যাংক কর্মকর্তা মেহেদি। পরে করোনা শনাক্ত হওয়ায় ও স্বজনরা কেউ কাছে না থাকায় বেশ বিপাকে পড়েন তিনি। শরীরে অক্সিজেনের মাত্রা জানতে দরকার অক্সিমিটার। সেটি কিনতেই বাইরে বের হন তিনি। তিনি বলেন, ‘মেহেদি নিজেই বাইক নিয়ে বের হন। নথুল্লাবাদ চেকপোস্টে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করালে জানতে পারি তিনি করোনা পজিটিভ। পরে গাড়ি পাঠিয়ে তার জন‌্য অক্সিমিটার কিনে এনে তাকে দিই।’ তিনি আরও বলেন, ‘আমি তাকে আমার ফোন নম্বর দিয়েছি। যেকোনো ধরণের সহযোগিতার জন‌্য বলেছি আমাকে কল করতে।’ অক্সিমিটার হাতে পেয়েই ওই ব্যাংক কর্মকর্তা বাসায় ফিরে যান বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।




Archives
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে