|
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম
বদলে গেল বরিশাল’র ইংরেজী বানান,‘Barisal’ এখন ‘Barishal’
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবশেষে বদলে গেল বরিশাল জেলা ইংরেজী বানান। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে বরিশাল জেলার ইংরেজী বানান পরিবর্তন করেছে সরকার। এখন থেকে বরিশাল জেলার ইংরেজী বানান Barisal এর পরিবর্তে লিখতে হবে Barishal। গত (০২ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ বানান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়। একই সাথে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও বগুড়া জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করেছে সরকার। সংশোধিত নাম অনুসারে চট্টগ্রাম Chittagong এর পরিবর্তে Chattogram, বরিশাল Barisal এর পরিবর্তে Barishal, কুমিল্লা Comilla এর পরিবর্তে Cumilla, যশোর Jessore এর পরিবর্তে Jashore, বগুড়া Bogra এর পরিবর্তে Bogura লিখতে হবে। বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেন, কিছু কিছু জেলার নামের বানান ব্রিটিশ আমলে করা ছিল। এগুলো পরিবর্তনের প্রয়োজন ছিল বলে পরিবর্তন করা হয়েছে।
Post Views: ০
|
|