Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুকুরে ডুবে রামকৃষ্ণ মিশনের পুরোহিতের মৃত্যু 
Thursday May 27, 2021 , 12:10 pm
Print this E-mail this

বিপ্রব্রত বসু দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশনের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন

বরিশালে পুকুরে ডুবে রামকৃষ্ণ মিশনের পুরোহিতের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর রামকৃষ্ণ মিশনের পুকুরে ডুবে পুরোহিত বিপ্রব্রত বসুর (৫৮) মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফায়ার সার্ভিসের ডুবিরিরা মিশনের পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। বিপ্রব্রত বসু দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশনের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অনিমেষ মন্ডল নামে মিশনের এক শিক্ষার্থী জানান, পুরোহিত বিপ্রব্রত বসু বিকেলে মগ (পানি পানের পাত্র) ধোয়ার জন্য মন্দিরের দক্ষিন দিকের পুকুরে যান। এরপর তিনি পুকুরে পড়ে যান। এসময় দূর থেকে দুই শিশু এ ঘটনা দেখে চিৎকার করে। পরে মিশনের লোকজন পুকুরে নেমে খুঁজতে থাকে। তবে পুকরের পানিতে মগটি ভেসে থাকলেও পুরোহিত বিপ্রব্রত বসুকে পাওয়া যাচ্ছিল না। পরে হিমেল আকন নামে এক যুব ৯৯৯ ফোন করে বিষয়টি জানান। এরপর ফায়ার সার্ভিসের ডুবিরিরা এসে তল্লাশি চালিয়ে পুরোহিত বিপ্রব্রত বসুর মৃতদেহ উদ্ধার করে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু