Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ২:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবশেষে বিসিসি মেয়রের নির্দেশে বরিশাল ছাড়ল ঢাকাগামী লঞ্চ 
Monday January 25, 2021 , 10:04 pm
Print this E-mail this

শ্রমিকরা তাদের সহযোদ্ধাদের মুক্তির দাবীতে কর্মবিরতির ঘোষণা করে

অবশেষে বিসিসি মেয়রের নির্দেশে বরিশাল ছাড়ল ঢাকাগামী লঞ্চ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবশেষে বিসিসি মেয়রের নির্দেশে বরিশাল ছাড়ল ঢাকাগামী লঞ্চ। শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে রাত ৯ টায় বরিশাল-ঢাকা নৌরুটের যাত্রীবাহী লঞ্চ টার্মিনালে অবস্থান নেয়। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র উপস্থিতিতে ঢাকার উদ্দেশ্যে আটকে পড়া যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁঁছানোর উদ্দেশ্যে ভীর জমায়।

উল্লেখ্য, বরিশাল জেলার হিজলার মেঘনার মিয়ার চরে ঘন কুয়াশায় নিজাম শিপিং কোং’র এ্যাডভেঞ্চার (১) ও এ্যাডভেঞ্চার (৯) সংঘর্ষের ঘটনায় মেরিন কোর্টে চলমান মামলায় দুই লঞ্চের মাস্টার জামাল হোসেন ও মাস্টার রুহুল আমিনের জামিন বাতিল করে জেল হাজতের নির্দেশ দেন মেরিন কোর্টের বিচারক। আজ সোমবার (২৫ জানুয়ারী) সকালে নিয়মিত মামলায় মেরিনকোর্ট আদালতে হাজির হলে আদালত তাদের জামিন বাতিল করে। এই সংবাদ বরিশালে পৌঁছলে বরিশাল আধুনিক নৌ-বন্দরের পল্টুনে নোঙ্গর ঢাকাগামী প্রায় ৭ থেকে ৮টি লঞ্চের শ্রমিকরা জামিন বাতিল করা লঞ্চ মাস্টারদের জামিন মঞ্জুর না করা পর্যন্ত তারা কর্ম বিরতির ডাক দেয়। দুপুর ২টার দিকে বরিশাল নৌ-বন্দরের বাধা লঞ্চগুলো একে একে পল্টুন ত্যাগ করে বরিশাল সদর উপজেলার কির্তনখোলা নদীর অপর প্রান্তের চরকাউয়া নামক স্থানে নোঙ্গর করে রাখে। আকষ্মিকভাকে ঢাকাগামী লঞ্চের শ্রমিকরা কর্মবিরতী ঘোষণা করায় অগ্রিম টিকিট কাটা কেবিন যাত্রীরা বিপাকে পড়ে। বরিশাল নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মাস্টার আবুল হাসেম বলেন, গত বছরে মেঘনার মিয়ার চরে ঘন কুয়াশায় রাত আনুমানিক ১টার দিকে একই প্রতিষ্ঠানের দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুটি লঞ্চের কোন যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। এঘটনায় দুই লঞ্চের মাস্টার সহ চারজনের সার্টিফিকেট সনদ চার মাসের জন্য জব্দ করে। পরবর্তীতে সরকার বাদী হয়ে মেরিন কোর্ট আদালতে মামলা দায়ের করা হয়। আজ মাস্টার রুহুল আমিন ও মাস্টার জামাল হোসেন স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, এখানে কোন সংগঠন কর্ম বিরতীর পক্ষে ডাক দেয় নাই। শ্রমিকরা তাদের সহযোদ্ধাদের মুক্তির দাবীতে কর্মবিরতির ঘোষণা করে। এদিকে আটকে পড়া যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার নিশ্চয়তা পাওয়ায় বিসিসি মেয়রের এমন জোড়ালো পদক্ষেপে তাকে সাধুবাদ জানায়।




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার