Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৯, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বস্বান্ত পটুয়াখালীর সোহানা 
Thursday January 21, 2021 , 3:33 pm
Print this E-mail this

একপর্যায় জান্নাতুল টাকা নেয়ার কথা অস্বীকার করে সোহানাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন

প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বস্বান্ত পটুয়াখালীর সোহানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতারক চক্রের ফাঁদে পরে সর্বস্বান্ত হয়েছেন সোহানা নামের এক তরুণী। সোহানা পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার মো: মজিবুর রহমানের মেয়ে ও তেজগাঁও মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী। জানা গেছে, লেখাপড়ার সুবাদে ঢাকার যাত্রাবাড়ী এলাকার জাবেদ আলীর মেয়ে মোসা. জান্নাতুল ফেরদাউসের সঙ্গে সোহানার পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে দু’জনের মাঝে বন্ধুত্বর সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জান্নাতুল ফেরদাউস সোহানাকে ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে আট লাখ টাকা দাবি করেন। পরে পাঁচ লাখ টাকায় সোহানা বেগমকে ইতালি পাঠানোর জন্য সমঝোতা হয়। সোহানার হতদরিদ্র বাবা মজিবুর রহমান জমি বিক্রি ও আত্মীয় স্বজনের কাছে ধারদেনা করে ২০১৯ সালের ১৫ নভেম্বর তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দশমিনার বাড়িতে বসে আত্মীয় স্বজনের উপস্থিতিতে জান্নাতুলকে প্রদান করেন। পরে জান্নাতুল সোহানার সাথে টালবাহানা শুরু করে। একপর্যায় জান্নাতুল টাকা নেয়ার কথা অস্বীকার করে সোহানাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। এ ঘটনায় সোহানা ২০২০ সালের ৮ নভেম্বর দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিচারক মো: আশিকুর রহমান জান্নাতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ৯ই জানুয়ারি যাত্রাবাড়ি থানা পুলিশ জান্নাতুলকে গ্রেফতার করে। ১৪ জানুয়ারি ওই মামলায় একই আদালত থেকে জান্নাতুল জামিন পায়। সোহানা জানান, জামিন পাওয়ার পর মামলা তুলে নেয়ার জন্য অব্যাহতভাবে হুমকি দিয়ে যাচ্ছেন জান্নাতুল ও তার চক্রের সদস্যরা। এ ঘটনায় সোহানা দশমিনা থানায় বুধবার একটি জিডি করেছেন।




Archives
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
Image
রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন