Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৯, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে সন্তানের পর স্ত্রীর মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন স্বামী! 
Thursday January 14, 2021 , 5:27 pm
Print this E-mail this

মৃত স্বামী-স্ত্রীর বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে

পটুয়াখালীতে সন্তানের পর স্ত্রীর মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন স্বামী!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীতে নবজাতক জন্মের ৮ দিন পর স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে পটুয়াখালী হাসপাতালের গাইনি বিভাগে স্ত্রী কলি বেগমের (২০) মৃত্যু হয়। খবর শুনে হাসপাতালের মসজিদ গেটে স্বামী গোলাম মোস্তফার (৩০) মৃত্যু হয়। মৃত স্বামী-স্ত্রীর বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, চলতি মাসের ৬ তারিখ পৌর শহরের মায়ো ক্লিনিকে কলি বেগম একটি পুত্র সন্তান প্রসব করেন। সেখান থেকে গত সোমবার তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে গতকাল রাতে কলি বেগম গুরুতর অসুস্থ হলে সকালে তাঁকে পটুয়াখালী হাসপাতালের গাইনি ওয়ার্ডে নেওয়া হয়। পরে স্বামী মোস্তফা স্ত্রীর জন্য হাসপাতালের গেটে ওষুধ আনতে যান। এসময় স্ত্রীর মৃত্যু হলে সংবাদ পেয়ে স্বামী মোস্তফা হাসপাতালের গেটেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পটুয়াখালী হাসপাতালের সহকারী পরিচালক ডা: লোকমান হাকিম জানান, স্ত্রী কলি বেগমকে হাসপাতালে নিয়ে আসার পরপরই মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে হাসপাতাল গেটে স্বামী মোস্তফার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।




Archives
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
Image
রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন