Current Bangladesh Time
মঙ্গলবার মে ১৪, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলাদেশ পুলিশ আজ মানবিক পুলিশ, বঙ্গবন্ধুর আদর্শের পুলিশ-বিএমপি কমিশনার 
Monday September 7, 2020 , 9:06 pm
Print this E-mail this

আজ আমরা পুলিশের যে মানবিক ফেস দেখছি তার শুরু হয়েছিল একাত্তরে জীবন দিয়ে-মোঃ শাহাবুদ্দিন খান

বাংলাদেশ পুলিশ আজ মানবিক পুলিশ, বঙ্গবন্ধুর আদর্শের পুলিশ-বিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক : “শুধু চাকুরির জন্য চাকুরী আর বক্তব্যেই সীমাবদ্ধ না থেকে জনগণের প্রতি নৈতিক দায়িত্ববোধ নিয়ে আন্তরিক হয়ে পুলিশি সেবা পৌঁছে দিতে হবে”-আজ সোমবার (৭ সেপ্টেম্বর) কাউনিয়া থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে উপলক্ষে মাননীয় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, যাঁরা সেবা পাচ্ছেন না, সরাসরি তাঁদের বক্তব্য শুনে মোক্ষমভাবে গুণগতসেবা পৌঁছে দিতে এই “ওপেন হাউজ ডে”।

আজ আমরা পুলিশের যে মানবিক ফেস দেখছি তার শুরু হয়েছিল একাত্তরে জীবন দিয়ে। সেই থেকে মুক্তিযুদ্ধের আদর্শ বুকে লালন করে বাংলাদেশ পুলিশ জনগণ ও রাষ্ট্রের প্রতি সবচেয়ে বেশি অনুগত থেকে যে কোন পরিস্থিতিতে অনবদ্য ভূমিকা রেখেছে। বর্তমানে প্রায় ২ লক্ষাধিক পুলিশ সদস্য মার্জিত শিক্ষিত তথা পেশাদার প্রশিক্ষণ নিয়ে বদলে যাওয়া জনমুখী চরিত্র নিয়ে কাজ করছে বলেই চেনা জানা সকলের কাছে বাংলাদেশ পুলিশ আজ মানবিক পুলিশ, বঙ্গবন্ধুর আদর্শের পুলিশ। নির্ভেজাল ন্যায় সঙ্গত সেবা দিতে ভালো আদর্শবান পুলিশ দরকার। যারা দুষ্ট, তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হচ্ছে না, আপনারা তা জানেন। কমিউনিটি পুলিশিং বিট পুলিশিং সহ জনমুখী পুলিশিংয়ের যত কার্যক্রম রয়েছে আমরা ইতিমধ্যে তা নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে আপনাদেরকে দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করছি। আপনি কেমন সেবা চান তা আমাদের জানাবেন। তিনি আরও বলেন, সেবা প্রদানকারী-গ্রহণকারী একে অপরের অংশীদারিত্বের ভিত্তিতে যদি কাজ করতে পারে, তবেই যথাযথ সেবা দেয়া যায়। আমরা যত বেশি ভুক্তভোগীকে সেবা দিতে পারি ততই সমৃদ্ধ হই এই ওপেন হাউজ ডে’তে। এই ওপেন হাউজ ডে’তে আমরা ভুক্তভোগীর কথা শুনি সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। কমিউনিটি পুলিশিং বিট পুলিশিং একে অন্যের পরিপূরক। মাননীয় আইজিপি মহোদয় এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। যা আপনাদের সহযোগিতায় ইতোমধ্যে আমরা তা বাস্তবায়ন করতে চলেছি। সমাজের সকল সুনাগরিকের আন্তরিক অংশগ্রহণএর মাধ্যমে একটি নিরাপদ ও সুশৃঙ্খল নগরী উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব খায়রুল আলম বলেন, “থানা ওপেন আপনাদের জন্য, থানার কর্মকাণ্ডের আপনাদের সন্তুষ্টি আছে কিনা অথবা কি করলে সেবার মান আরো ভালো হতে পারে, এই সংক্রান্ত বিষয়ে ওপেন হাউজ ডে’তে গুরুত্ব দেওয়া হয়।” সভায় বিশেষ অতিথি হিসেবে বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট জনাব মধু বলেন, “বিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে তৃণমূল পর্যায়ে এসে বিএমপি প্রত্যন্ত অঞ্চলে ঘুরে দায়িত্বের বাহিরেও মহামারিকালে জনমানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, রাতের আধারে চুপচাপ নিজস্ব তহবিল থেকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। বিএমপির কর্মকান্ডগুলো ভালো লাগে বলেই, যত ব্যস্ত থাকি না কেন শ্রদ্ধার জায়গা থেকে চেষ্টা করি দাওয়াতের অপেক্ষায় না থেকে প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।” এসময় আরও উপস্থিত ছিলেন-সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া জনাব মোঃ আব্দুল হালিম সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মোঃ মাসুদ রানা অফিসার ইনচার্জ কাউনিয়া বিএমপি জনাব মোঃ আজিমুল করিম সহ অন্যান্য অফিসারবৃন্দ।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন
Image
এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক
Image
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত