Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শ্বশুর পরিবারের নির্যাতন আর বিষপানে বরিশালের তানজিলার মৃত্যু, স্বামী গ্রেপ্তার! 
Monday August 10, 2020 , 8:21 pm
Print this E-mail this

জনি ও তাঁর পরিবারের লোকজন পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করেছে-তানজিলার ভাই

শ্বশুর পরিবারের নির্যাতন আর বিষপানে বরিশালের তানজিলার মৃত্যু, স্বামী গ্রেপ্তার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর মেয়ে ও ইডেন কলেজের ছাত্রী তানজিলা রহমান আয়নাকে নির্যাতনের পর বিষপান করিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ৯ মাসের অন্ত:সত্ত্বা তানজিলাকে হত্যার এই গুরুতর অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত  শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের সাউধের খিল গ্রামের মোল্লা বাড়ির এই বিয়োগান্তের ঘটনায় পুলিশ ওই কলেজছাত্রীর স্বামী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে জেলা কারাগারে প্রেরণ করেছে। জহিরুল ইসলাম জনি মোল্যা বাড়ির মো: মহসিন মোল্যার বড় ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় ইডেন ছাত্রী তানজিলার বড় ভাই সাইফুর রহমান বাদী হয়ে ৫ জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। তানজিলা আক্তার আয়না ঢাকা ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন। একাধিক সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখিল গ্রামের মোল্লা বাড়ির মহসিনের ছেলে মো: জহিরুল ইসলাম জনির সাথে ২০১৬ সালে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন ভাটিখানা এলাকার ‘পান্থ সড়ক’র নাবিকনীড়ের সাইদুর রহমানের মেয়ে তানজিলা আক্তারের বিয়ে হয়। পরিবারের লোকজন তানজিলার আগের আরেকটি বিয়ের সংবাদ গোপন রেখে জনির সাথে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে। পরে জনির মাধ্যমে বিষয়টা জানাজানি হলে দুই পরিবারের মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। দুই পরিবারের দফায় দফায় বৈঠকের পর তানজিলাকে লক্ষ্মীপুরের রামগঞ্জ সাউধেরখিল গ্রামে স্বামীর বাড়িতে নিয়ে আসে। এরই ফাঁকে তানজিলা অন্ত:সত্ত্বা হয়ে পড়েন। শুরু হয় তাঁর ওপর অমানুষিক নির্যাতন। তানজিলা তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানালেও কোন কাজ হয়নি। গত ৮ আগস্ট তাঁকে নির্যাতনে হত্যা করা হয়। এ ঘটনায় তানজিলার ভাই বোনের মৃত্যুর সংবাদ পেয়ে বরিশাল থেকে রামগঞ্জ এসে স্বামী জহিরুল ইসলাম ও তাঁর বাবা, মা, চাচী এবং ছোট ভাইকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তানজিলার ভাই সাইফুর রহমান বলেন, আমার বোনকে জনি ও তাঁর পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। বেশ কয়েকমাস থেকে তানজিলার স্বামী আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তবে আমার বোন মাঝে মাঝে গোপনে আমাদের সাথে কথা বলতো। শুক্রবার রাতেও সে আমাদের সাথে কথা বলেছে। এরপর শনিবার সকালে তাঁর স্বামী জনি ফোন করে আমাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন চৌধুরী জানান, গৃহবধূ তানজিলা মৃত্যুর ঘটনায় মামলা হলে স্বামী জহিরুল ইসলাম জনিকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস