Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের আগৈলঝাড়ায় জুয়ার আসর থেকে মাদকসেবী সহ ৬ জুয়াড়ি আটক 
Thursday August 6, 2020 , 6:38 pm
Print this E-mail this

স্থানীয়রা জানান, পুলিশের হাতে আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদকসেবী ও জুয়াখোর

বরিশালের আগৈলঝাড়ায় জুয়ার আসর থেকে মাদকসেবী সহ ৬ জুয়াড়ি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় জুয়া খেলার সময় জুয়ার আসর থেকে মাদকসেবী সহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই মোক্তার হোসেন অন্যান্য অফিসার ও সঙ্গিয় ফোর্স নিয়ে বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের বড়ইতলা নামক স্থানে জুয়ার আসরে অভিযান চালায়। অভিযানে দক্ষিন চাঁদত্রিশিরা গ্রামের আলমগীর বাহাদুরের মাস্টারের ছেলে পেশাদার মাদকসেবী ঢাকা ছাত্রদলের ক্যাডার রুহুল আমিন বাহাদুর (২৫), দক্ষিন চাদত্রিশিরা গ্রামের সাহেদ বাহাদুরের ছেলে গোলাম রাসুল (২০), গনি বাহদুরের ছেলে বাচ্চু বাহাদুর (৩৪), মৃত মকবুল বাহদুরের ছেলে ছালেক বাহাদুর (৪৫), সিদ্দিক বাহাদুরের ছেলে সাখাওয়াত বাহাদুর (২৪), মজিদ বাহাদুরের ছেলে সজীব বাহাদুর (২৪) কে জুয়ার কোট ও খেলার টাকাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আটককৃতদের স্বজনেরা থানা ও আশপাশ জড়ো হয়ে পুলিশের সাথে দফা-রফা করা চেষ্টা চালায়। জুয়াড়ি আটকের বিষয়টি টক অব দ্যা টাউনে পরিনত হলে অবশেষে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়। স্থানীয়রা জানান, পুলিশের হাতে আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদকসেবী ও জুয়াখোর। এরা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। বংশীয় প্রভাবের কারণে এদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে এসআই মোক্তার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছন। মামলা দায়েররের পরে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু