Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খুলছে অফিস, বন্ধ গণপরিবহন, অফিস যাতায়াত ব্যক্তিগত পরিবহনে! 
Wednesday May 27, 2020 , 8:00 pm
Print this E-mail this

স্বাস্থ্যবিধি মানতে হবে এটাই মূল বিষয়, ধীরে ধীরে সব খোলা হবে

খুলছে অফিস, বন্ধ গণপরিবহন, অফিস যাতায়াত ব্যক্তিগত পরিবহনে!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে সরকারি ছুটি আর বাড়ছে না। ফলে ৩১ মে থেকেই খুলছে অফিস। এ সময়ে গণপরিবহন যাত্রীবাহী বাস, নৌযান, রেল চলাচল বন্ধ থাকবে। আর বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় ফ্লাইট পরিচালনা করতে পারবে। বুধবার (২৭ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা সবকিছুই এখন ওপেন করে দিচ্ছি না, ধীরে ধীরে সব ওপেন হবে। আগামী ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে, এরপর সিদ্ধান্ত হবে। তবে সকল মন্ত্রণালয়ই এ সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে। সড়কপথে যাত্রীবাহী বাস, নৌযান, রেল চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মস্থলে যাতায়াতের জন্য যানবাহন এবং ব্যক্তিগত হালকা যানবাহন চালু থাকবে। স্বাস্থ্যবিধি মানতে হবে এটাই মূল বিষয়। ধীরে ধীরে সব খোলা হবে। তিনি আরও জানান, বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে ফ্লাইট পরিচালনা করবে। সভা-সমাবেশসহ বড় আয়োজন বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার কাজ চলবে। ফরহাদ হোসেন জানান, হাট-বাজার দোকানপাটে বিক্রয় রাত ৮টা পর্যন্ত চলবে। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইন লার্নিং কার্যক্রম চালু থাকবে। আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে। সেক্ষেত্রে বয়স্ক, অসুস্থ, সন্তান সম্ভবা নারী অফিসে যাবে না। আর ব্যাংকগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ছুটি বাড়ানো হয় ২৫ এপ্রিল পর্যন্ত। পঞ্চম ধাপে ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ও ষষ্ঠ দফায় ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আর সর্বশেষ ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।




Archives
Image
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image
আগুনের পরিধি দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে, তদন্ত কমিটি গঠন
Image
ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর
Image
আবারও উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল, একাধিক যানবাহন ভাঙচুর
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল